বুধবার   ০৬ নভেম্বর ২০২৪   কার্তিক ২১ ১৪৩১   ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

প্রতারক চক্রের মূল হোতা চঞ্চল চৌধুরী!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০১:২৪ পিএম, ১ আগস্ট ২০১৯ বৃহস্পতিবার

একটা সংঘবদ্ধ প্রতারক চক্র প্রেমের ফাঁদে ফেলে নারীদের অপহরণ কিংবা অনৈতিক সম্পর্কে জড়িয়ে ব্ল্যাকমেইল করে থাকে। বিভিন্ন স্থান থেকে এমন চক্রকে প্রায়ই আটক করে দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তারপরও থেমে নেই এই চক্রের তৎপরতা। এবার এমনই এক চক্র টার্গেট করেছে জনপ্রিয় অভিনেত্রী সারিকাকে। আর সে চক্রের মূল হোতা অভিনেতা চঞ্চল চৌধুরী। 

তবে এমনটা বাস্তবে ঘটেনি না, ঘটেছে নাটকে দৃশ্যে। তাদের দুজনকে এবার একসঙ্গে দেখা যাবে ‘বিশ্ব টাউট’ শিরোনামের একটি নাটকে। এই নাটকটির দৃশ্যের উল্লেখিত ঘটনা দেখা যাবে। বৃন্দাবন দাসের রচনায় নাটকটি নির্মাণ করছেন সকাল আহমেদ।

তিনি বলেন, পূবাইলে ‘বিশ্ব টাউট’ নাটকের দৃশ্যধারণ করা হয়েছে। এটি ‘টাউট’ নাটকের সিক্যুয়াল, যা প্রতি ঈদেই বিশেষ আয়োজন হিসেবে প্রচার হয়ে থাকে। গত ঈদে প্রচার হয়েছে ‘টাউট থেকে সাবধান’। প্রতি গল্পে আমরা প্রতারণার একটি বিষয় তুলে ধরি এবং সচেতন করার মেসেজটা দেই। এবারো তাই হয়েছে।

 

 

 

জানা গেছে, এবারের গল্পে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রতারকরা যেভাবে ফাঁদে ফেলে সেই গল্পই তুলে ধরা হয়েছে। এতে দেখা যাবে, চঞ্চল ও তার স্ত্রী শাহনাজ খুশি প্রতারক। তারা নানাভাবে মেয়েদের ফাঁদে ফেলে। এরপর মুক্তিপণ হিসেবে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়। একটা সময় তারা টার্গেট করে সারিকাকে। এভাবেই এগিয়ে যাবে এর গল্পটি।

নির্মাতা জানান, আসছে ঈদে ‘বিশ্ব টাউট’ নাটকটি বেসকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশনে প্রচারিত হবে।