মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

দ্রুত চুল গজাতে ও খুশকি দূর করতে আদার প্যাক!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০১:৫৯ পিএম, ১ আগস্ট ২০১৯ বৃহস্পতিবার

রান্নার স্বাদ বাড়ানোর ক্ষেত্রে আদা ব্যবহার করা হয়। তবে জানেন কি, আদার প্যাক নতুন চুল গজাতেও সাহায্য করে। আদার রস মাথার ত্বকের রক্ত সঞ্চালনে সাহায্য করে। এর ফলে দ্রুত নতুন চুল গজায়। তাছাড়া আদার রসে আছে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান, যা মাথার ত্বকের খুশকি দূর করতে সাহায্য করে। চলুন তবে জেনে নেয়া যাক নতুন চুল গজাতে কীভাবে ব্যবহার করবেন আদার প্যাক-

প্রথমে বড় এক টুকরো আদা খোসা ছাড়িয়ে ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে নিন। এবার একটি সুতি কাপড়ে আদার মিশ্রণ দিয়ে ভালো করে চিপে এর রস বের করে নিন। এর মধ্যে এক টেবিল চামচ অ্যাভোকাডোর তেল, আধাকাপ নারকেলের দুধ ও ১০ ফোঁটা লেবুর রস দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন।

এবার বড় দাঁতের চিরুনি দিয়ে চুল ভালো করে আঁচড়ে জট ছাড়িয়ে নিন। তারপর এই প্যাক চুল ও মাথার তালুতে লাগিয়ে ৫ থেকে ১০ মিনিট ম্যাসাজ করুন। এভাবে ৪৫ মিনিট প্যাক লাগিয়ে অপেক্ষা করুন। এরপর মাইল্ড শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। চুল ভালো করে মুছে বাতাসে শুকিয়ে নিন। টানা কয়েকদিন এই প্যাক ব্যবহারে অনেক দ্রুত নতুন চুল গজাবে ও খুশকি দূর হবে।

 

> অ্যাভোকাডোর তেলে ভিটামিন বি, অ্যামিনো এসিড ও প্রয়োজনীয় ফ্যাটি এসিড রয়েছে, যা চুল নরম ও মৃণ করতে সাহায্য করে।

> নারকেলের লাউরিক এসিড চুলের রুক্ষতা দূর করে, মাথার তালু পরিষ্কার রাখে এবং চুলের আগা ফাটা দূর করে।

> লেবুর রসের সাইট্রিক এসিড ও ভিটামিন সি মাথার খুশকি দূর করে এবং সংক্রমণের জীবাণু ধ্বংস করে।