মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১২ ১৪৩১   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাপানে প্রচণ্ড গরমে ১১ জনের মৃত্যু

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:৩৫ পিএম, ১ আগস্ট ২০১৯ বৃহস্পতিবার

জাপানে তীব্র দাবদাহে ১১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এ ঘটনায় বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ৫ হাজার ৬৬৫ জন।

এদের মধ্যে রোববার একটি পার্কের মাসকট সেজে শিশুদের বিনোদন দেয়া এক কর্মীও মারা যান। খবর-কিয়োদো ও জাপান টাইমস।

খবরে বলা হয়েছে, বিনোদন দেয়া ওই কর্মী ১৬ কেজি ওজনের কস্টিউম পরে প্রায় ২০ মিনিট নাচ-গান করছিলেন। এ সময় তীব্র গরমে তার মৃত্যু হয়। 

গেল এক সপ্তাহ ধরে পুরো জাপানজুড়েই তীব্র দাবদাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ওই ব্যক্তির মৃত্যুর পর পার্কগুলোতে এই গ্রীষ্মের মধ্যে সব ধরনের মাসকট ইভেন্ট বাতিল করা হয়েছে।

 

গণমাধ্যমের খবরে বলা হয়েছে, অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ৫০ শতাংশের বেশি মানুষের বয়স ৬৫ বা তার বেশি। আগামী সপ্তাহে তাপমাত্রা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।