যতবার কবর দেয়া হচ্ছে, ততবারই ভেসে উঠছে কফিন!
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০২:৪৫ পিএম, ১ আগস্ট ২০১৯ বৃহস্পতিবার
ভূতুড়ে কাণ্ডে আতঙ্ক ছড়াল ভারতের মুম্বাইয়ে সিউড়ি গোরস্থানে। একটি কফিন যতবার কবর দেয়া হল, ততবার ভেসে তা ফের ওপরে উঠে এল। এ নিয়ে প্রথমে চাঞ্চল্য দেখা দিলেও পরে বোঝা জানাগেছে প্রবল বৃষ্টির কারণে পানির স্তর বেড়ে গিয়েই এমনটা ঘটছে।
কবর দেয়ার জন্য ওই গোরস্থানের যে অংশটি খোঁড়া হয়েছিল, বৃষ্টিতে পানির স্তর বেড়ে যাওয়া ও ঠিকমতো নিষ্কাশন ব্যবস্থা না থাকায় সেটি প্রায় কুয়ায় পরিণত হয়। ফলে পানির স্রোতেই কফিন বারবার ওপরে ভেসে আসছিল। শেষে কফিনের ওপরে উঠে বসে সেটিকে নিচে পুঁতে দেয়ার চেষ্টা হল। তাতেও কাজ না হওয়ায় কফিনের ওপর উঠে দাঁড়িয়ে পোঁতা হল সেটি। নিয়ম অনুযায়ী কফিনের ওপর ফুল দেয়াও সম্ভব হয়নি পানির কারণে।
এই গোরস্থানের রক্ষণাবেক্ষণ ঠিকমতো করা হয় না বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। সেদিনের ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে এর ফলে মৃতের প্রতি অসম্মান প্রদর্শন করা হয়। এত ডোনেশন পেয়েও চার্চ ঠিকমতো কাজ করে না বলেও অভিযোগ করেছেন অনেকে।