রাস্তার বিড়ালকে খাবার খাওয়ানোয় নারীর জেল!
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৩:০০ পিএম, ১ আগস্ট ২০১৯ বৃহস্পতিবার
পুলিশের নিষেধ অমান্য করে রাস্তার বিড়ালকে খাবার খাওয়ানোর অভিযোগে এক নারীকে ১০ দিনের জেল দিয়েছে আদালত। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ওহাইয়ো অঙ্গরাজ্যের ক্লিভল্যান্ড শহরে এ ঘটনা ঘটেছে।
দণ্ড পাওয়া ৭৯ বছর বয়সী নারী ন্যান্সি সেগুলার বিরুদ্ধে আনা অভিযোগে বলা হয়েছে যে, তিনি প্রায়শই অঙ্গরাজ্যটির আইন অমান্য করে রাস্তার বিড়ালদের খাবার খাওয়াতেন। ২০১৫ সাল থেকে তিনি এ কাজ করে আসছিলেন।
গেল চার বছরে এ কারণে পুলিশ তাকে চারবার তলব করেছিলো। এছাড়া আইন অমান্যের অভিযোগে দু’হাজার ডলারও জরিমানা করা হয়েছিলো তাকে।
ন্যান্সি ২০১৫ সালের জুলাইতে রাস্তার বিড়ালদের খাইয়ে ‘সিটি অর্ডিন্যান্স ৫০৫.২৩’ ভঙ্গের অভিযোগে অভিযুক্ত হয়েছিলেন।
২০১৭- এর মে’তে নিজ বাড়িতে অনেকগুলো বিড়ালকে খাইয়িয়ে আবারও বেশ কয়েকটি অভিযোগে অভিযুক্ত হন।
একই বছরের জুলাই’তে নিজ বাড়িতে অনেক বেশি বিড়াল পালনের জন্য ফের তিনি অভিযুক্ত হন।
সর্বশেষ চলতি বছরের জুলাই’তে তিনি তার বাড়ীর আশেপাশে বিড়ালের বর্জ্য পরিষ্কার না করার অপরাধে পুনরায় অভিযুক্ত হন।
নিজের বিরুদ্ধে আনা অভিযোগ ও দণ্ড সম্পর্কে জানার পর মার্কিন সংবাদমাধ্যম ফক্স ৮’কে ন্যান্সি বলেন, তিনি একজন বিড়াল প্রেমিক। তার এক সাবেক প্রতিবেশির রেখে যাওয়া কিছু বিড়ালকে খাওয়াতেন তিনি।
আগামী ১১ জুলাই থেকে তার ১০ দিনের কারদণ্ড কার্যকর হবে বলে ক্লিভল্যান্ড আদালত জানিয়েছে।