শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৮ ১৪৩১   ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

মাত্র ২০ সেকেন্ডে ক্ষত জোড়া লাগাবে ‘যাদুর আঠা’

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:০৭ পিএম, ১ আগস্ট ২০১৯ বৃহস্পতিবার

নানা ভাবেই দুর্ঘটনার কারণে শরীরে ক্ষত হতে পারে, আর ক্ষত হওয়া মানেই প্রচুর রক্তক্ষরণ। ক্ষতের মাত্রা যদি বেশি হয়ে থাকে তবে চিকিৎসা নিতে সময় ব্যয় হয়। ফলে রক্তক্ষরণও বেশি হয়। যা এক সময় মৃত্যুর কারণও হতে পারে। এই সমস্যা সমাধানেই তৈরি করা হয়েছে ‘যাদুর আঠা’।

মাত্র ২০ সেকেন্ডে ক্ষত জোড়া দিতে সক্ষম এমন একটি ‘যাদুর আঠা’ অদূর ভবিষ্যতে মানব দেহের মারাত্মক ক্ষত সারিয়ে তুলতে সক্ষম হবে। এতে অতিরিক্ত রক্তপাতের কারণে অকালে প্রাণ হারানোর আশংকা কমবে। যুদ্ধ ক্ষেত্র বা দুর্ঘটনার কারণে আহত লোকজনকে হাসপাতালে নিয়ে যাওয়ার মতো পর্যাপ্ত সময় পাওয়া যাবে।

প্রাণী দেহের ওপর এ আঠার পরীক্ষা করা হয়েছে এবং তাতে উৎসাহব্যঞ্জক ফলাফল পাওয়া গেছে। ক্ষত স্থানে লাগানোর পর আঠাকে সক্রিয় করার জন্য অতিবেগুনী বা ইউভি রশ্মি ব্যবহার করতে হবে। তাতে ক্ষত স্থানে পানিরোধক এ আঠা আটকে যাবে। আর সঙ্গে সঙ্গেই বন্ধ করে দেবে রক্তক্ষরণ।

 

চীনের জেইজিয়ান চিকিৎসা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা এটি তৈরি করেছেন। পানি, জেলেটিন এবং কিছু রাসায়নিক উপাদান মিশ্রণ দিয়ে তৈরি করা হয়েছে এ আঠা। ভেজা কোষকলার ওপরও এটি কার্যকর হবে। তাই ক্ষতস্থানকে সেলাই করা বা স্টেপল করে আটকে দেয়ার প্রয়োজনই পড়বে না। পরীক্ষামূলক ভাবে এ ‘যাদুর আঠা’ দিয়ে ৬ মিলিমিটার ক্ষত ২০ সেকেন্ডে জোড়া দেয়া সম্ভব হয়েছে। এর আগে চিকিৎসা কাজে ব্যবহারের জন্য আঠা তৈরি করা হয়েছে। তবে সেগুলো বড় রক্তনালী বা হৃদপিণ্ডের ভেতরে যে গতিতে রক্ত প্রবাহিত হয় তা ঠেকানোর মতো মোটেও জোরদার নয়।

প্রাণী দেহে সফল ভাবে এ আঠা প্রয়োগ করা গেলেও মানব দেহে প্রয়োগ নিয়ে কিছু পরীক্ষা বাকি রয়ে গেছে। অবশ্য, আগামী তিন থেকে পাঁচ বছরের মধ্যে এটি মানুষের শরীরে প্রয়োগ করা সম্ভব হবে বলেও বিজ্ঞানীরা আশাবাদ ব্যক্ত করেছেন।