বুধবার   ২৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১২ ১৪৩১   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিগগিরই কমবে ডেঙ্গু: স্বাস্থ্যমন্ত্রী

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৮:৩৪ এএম, ২ আগস্ট ২০১৯ শুক্রবার

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলছেন, খুব শিগগিরই ডেঙ্গু মশা কমে যাবে, সেই সঙ্গে কমবে ডেঙ্গু রোগীর সংখ্যাও। 

বৃহস্পতিবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এক আন্তঃমন্ত্রণালয় বৈঠকের আগে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ডেঙ্গুর বিষয়ে শুধু হাসপাতালেই সেবা দেয়া হচ্ছে না, ডেঙ্গুর যে উৎপত্তিস্থল আছে সেটাও ধ্বংস করতে চেষ্টা চালাচ্ছে সিটি কর্পোরেশন। এ জন্য নিয়মিত ওষুধ ছিটানো হচ্ছে। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিনিয়ত ডেঙ্গুর বিষয়ে খোঁজ খবর নিচ্ছেন জানিয়ে তিনি বলেন, রেগুলার এ বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে, প্রতিনিয়ত মিটিং হচ্ছে। অল্প সময়ের মধ্যে ১৭ হাজার রোগী ভর্তি হয়েছে তাতে ১২ হাজার পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে, এটি কিন্তু বিরল ঘটনা। আশা করছি, অল্প দিনের মধ্যে এটা নিয়ন্ত্রণে আসবে। 

সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে তিনি বলেন, যে পদেক্ষেপগুলো গ্রহণ করা হয়েছে সেগুলো জোরদার করলে আগামীতে আরো ভালো ফল পাওয়া যাবে। 

 

তিনি বলেন, নতুন হাসপাতালে বেড বাড়ানো হয়েছে। শেখ হাসিনা বার্ন ইন্সটিটিউট ও শেখ রাসেল ইন্সটিটিউট ষ্ট্যান্ডবাই রাখা হয়েছে। এ দুটি হাসপাতাল রেডি রাখা হয়েছে, আজই তা পরিদর্শনে যাব। 

মন্ত্রী বলেন, কীভাবে ডেঙ্গু রোগীকে চিকিৎসা দিতে হবে সে বিষয়ে প্রতিটি জেলার সিভিল সার্জনদের জানিয়ে দিয়েছি। ২৯ জন বিশেষজ্ঞ ডাক্তার সারাদেশ ভিজিট করছে। তারা প্রতিটি জেলায় যাবেন। ডেঙ্গু রোগীর চিকিৎসায় একটি বুকলেট করা হয়েছে। এটা সব জেলাসহ প্রাইভেট হাসপাতালে পৌঁছে দেয়া হচ্ছে। 

প্রাইভেট হাসপাতালগুলোতে মনিটরিং করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, প্রতিনিয়ত তথ্য আমাদের কাছে আসছে। সে অনুযায়ী পদক্ষেপ নেয়া হচ্ছে।