আইএনএফ ক্ষেপণাস্ত্র চুক্তি থেকে বেরিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০২:২৪ পিএম, ২ আগস্ট ২০১৯ শুক্রবার
ইন্টারমিডিয়েট-রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস (আইএনএফ) চুক্তি থেকে শুক্রবার আনুষ্ঠানিকভাবে বেরিয়ে যাবে মার্কিন যুক্তরাষ্ট্র। খবর এএফপি’র।
তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগান ও সোভিয়েত নেতা মিখাইল গর্ভাচেভ ১৯৮৭ সালে স্নায়ুযুদ্ধ নিরসনে চুক্তিটি করেন।
চলতি বছরের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন চুক্তি থেকে বেরিয়ে আসার ঘোষণা দেয়। মস্কো বারবার চুক্তির শর্ত ভঙ্গ করছে বলে অভিযোগ তোলে ট্রাম্প প্রশাসন। যদিও অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া।