মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১২ ১৪৩১   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনা লাইসেন্সে চালকের আসনে বসলেই ৫০০০ টাকা জরিমানা

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:২৬ পিএম, ২ আগস্ট ২০১৯ শুক্রবার

সড়কে অনিয়ম ও দুর্ঘটনা এড়াতে ভারতে আরও কঠিন হচ্ছে ট্রাফিক আইন। এবার দেশটিতে ৩০ বছরের পুরনো মোটর ভেহিকেল আইনে আনা হচ্ছে পরিবর্তন। গত বুধবার রাজ্যসভায় পাস হয়েছে মোটর ভেহিকেল অ্যামেন্ডমেন্ট বিল। এর মধ্যদিয়ে গাড়ির চালকদের জন্য কড়া নিয়ম জারি হতে চলেছে। এতে বিনা লাইসেন্সে চালকের আসনে বসলেই ৫০০০ টাকা ও মদ্যপ অবস্থায় গাড়ি চালালে দশ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হবে।

ভারতের দুই আইনসভায় পাস হয়ে গেল ট্রাফিকের জরিমানা সংক্রান্ত নতুন বিল। এতে ট্রাফিক আইন ভঙ্গের অপরাধ রুখতে বাড়ানো হচ্ছে জরিমানা বলে আগেই জানানো হয়েছিল। যার ফলে ভারতের সড়ক পথে নিরাপত্তা বাড়বে, দুর্নীতিও দূর হবে। সংক্ষেপে, বিলটির লক্ষ্য ভারতের একটি সুঠাম, নিরাপদ এবং দুর্নীতিমুক্ত পরিবহন ব্যবস্থা প্রদান করা।

এবারের ট্রাফিক আইনে সাধারণ নিয়ম ভঙ্গ করলে তার জরিমানা ১০০ টাকা থেকে বেড়ে ৫০০ টাকা করা হয়েছে। এর সর্বোচ্চ সীমা ১০ হাজার টাকা। লাইসেন্স ছাড়া গাড়ি চালালে জরিমানা ৫০০ টাকা থেকে ৫ হাজার টাকা। যদি সিটবেল্ট যদি না বেঁধে গাড়ি চালানো হয় তাহলে জরিমানা ১০০ টাকা থেকে বেড়ে ১০০০ টাকা দিতে হবে। মদ্যপ অবস্থায় গাড়ি চালালে জরিমানা ১০ হাজার টাকা দিতে হবে। আগে এই জরিমানা ছিল ২০০০ টাকা। ভয়ঙ্করভাবে গাড়ি চালালে, যা কাউকে আঘাত করতে পারে, তার জন্য জরিমানা ৫০০০ টাকা ধার্য হয়েছে। গতির নির্দেশ না মানলে হালকা গাড়ি বা ২ চাকার যানের ১০০০ টাকা জরিমানা, বড় গাড়ির ২০০০ টাকা জরিমানা। আর গাড়ির রেস যদি রাস্তায় অবৈধভাবে চলে তাহলে জরিমানা ৫০০০ টাকা। ভহিক্যাল ইনসিউরেন্সের নথির মেয়াদ উত্তীর্ণ হলে তার ন্যূনতম জরিমানা ২০০ টাকা। তবে বছরের হিসাবে তা ১০ শতাংশ হারে বৃদ্ধিপাবে জরিমানার টাকায়। খবর ওয়ানইন্ডিয়া ও কলকাতা 24x7 এর।