মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১২ ১৪৩১   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

`ইসরায়েলের একগুঁয়েমির কারণে দুই রাষ্ট্রভিত্তিক সমাধান হয়নি`

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:২৭ পিএম, ২ আগস্ট ২০১৯ শুক্রবার

ইসরায়েলের একগুঁয়েমির কারণে দুই রাষ্ট্রভিত্তিক সমাধান আর আলোর মুখ দেখেনি বলে জানিয়েছেন ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মো. ইস্তায়াহ। বুধবার এক বিবৃতিতে তিনি এই কথা জানান। 

ফিলিস্তিনি প্রধানমন্ত্রী বলেন, ফিলিস্তিনিরা এখন কঠিন সময় পার করছে। এ জন্য ইসরায়েলই একমাত্র দায়ী। 

ফিলিস্তিনি প্রধানমন্ত্রী বলেন, ইসরায়েলের আগ্রাসনের নিন্দা না করে বরং আরও উসকানিমূলক বক্তব্য দিয়ে ফিলিস্তিনিদের ওপর চরম অন্যায় ও অবিচার করছে যুক্তরাষ্ট্র।

 

ফিলিস্তিনিদের ঘরবাড়ি গুঁড়িয়ে দিয়ে একের পর এক অবৈধ ইহুদি বসতি গড়ে তুলছে। এ ক্ষেত্রে আন্তর্জাতিক আইন-কানুন কিছুই তোয়াক্কা করছে না ইসরায়েল।