মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১২ ১৪৩১   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ব্যর্থ সফর শেষে দেশে ফিরেছে বাংলাদেশ দল

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:২৮ পিএম, ২ আগস্ট ২০১৯ শুক্রবার

শ্রীলঙ্কার বিপক্ষে এক ব্যর্থ সফর শেষে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। 

বৃহস্পতিবার দুপুর প্রায় দু'টার দিকে টাইগারদের বহনকারী বিমান রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

শ্রীলঙ্কার স্থানীয় সময় সকাল ৭টা ৪৫ মিনিটে ফ্লাইট ছিল বাংলাদেশ দলের। কিন্তু বিমানের বাম পাশের পাখায় ত্রুটি দেখা দেয়ায় বিমান ছাড়তে দেরি হয় তিন ঘণ্টা। সে অবস্থায় বিমান আকাশে উড়লে বড় দুর্ঘটনা ঘটতে পারত বলেই জানিয়েছেন বিমানের পাইলট।

 

পরে স্থানীয় সময় সকাল ১০টা ২০ মিনিটে বাংলাদেশের উদ্দেশে যাত্রা করে মুশফিক-তামিমরা। বিমানটিতে বাংলাদেশ দলের খেলোয়াড়রা ছাড়াও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ ছিলেন।

গত মাসে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলতে শ্রীলঙ্কা যায় টাইগাররা। সবকটি ম্যাচ হেরে শ্রীলঙ্কার কাছে হোয়াইটওয়াশ হয় তামিম ইকবালের নেতৃত্বাধীন বাংলাদেশ দল। 

এদিকে শ্রীলঙ্কার কাছে হোয়াইটওয়াশ হয়ে ৪ রেটিং পয়েন্ট হারায় বাংলাদেশ। এর আগে লঙ্কানদের কাছে চারবার হোয়াইটওয়াশের লজ্জা পেয়েছে টাইগাররা। সবগুলোই ছিল তিন ম্যাচের সিরিজ