ইসরায়েলের কাছ থেকে ৮০০০ মিসাইল কিনছে ভারত
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০২:৩১ পিএম, ২ আগস্ট ২০১৯ শুক্রবার
ইসরায়েলের এক সংবাদপত্রে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, ৮০০০ স্পাইক অ্যান্টি-ট্যাংক মিসাইল কিনতে চলেছে ভারত। ওই রিপোর্টে বলা হয়েছে, ইসরায়েলের কাছ থেকে ওই মিসাইল কিনছে ভারত। ইতিমধ্যে দুই দেশের মধ্যে এই সংক্রান্ত চুক্তি হয়েছে বলে জানা যাচ্ছে।
ভারতের সঙ্গে ইসরায়েলের মিসাইল কেনার ৫৫০ মিলিয়ন ডলারের চুক্তি হয়েছে। তবে এই রিপোর্ট সম্পর্কে কোনও মন্তব্য করেননি ইসরায়েলের বিদেশমন্ত্রক। ‘আরুৎজ শেভা’ নামে ওই সংবাদপত্রের দাবি, ইসরায়েল ভারতে প্রত্যেক বছর প্রচুর পরিমাণ অস্ত্র রফতানি করে।
প্রতি বছর প্রায় ১০০ কোটি ডলারের অস্ত্র আসে ভারতে। গত বছরের এপ্রিলে দুই দেশ ২০০ কোটি ডলারের চুক্তি স্বাক্ষর করে। যার মধ্যে রয়েছে সার্ফেস-টু-এয়ার মিসাইল, লঞ্চার ও কমিউনিকেশন টেকনোলজি।
ইসরায়েলের সেনাবাহিনী এই স্পাইক মিসাইল ব্যবহার করে। এগুলো ভূমি, আকাশ ও সমুদ্র থেকে উৎক্ষেপণ করা সম্ভব। ৩০ কিলোমিটার দূরে গিয়ে আঘাত করতে পারে এই মিসাইল। এছাড়া ভারত ও ইসরায়েল যৌথ উদ্যোগে একটি লং রেঞ্জ সার্ফেস টু এয়ার মিসাইল তৈরি করছে, যা দুই দেশের নৌ-বাহিনী ব্যবহার করবে।
পাকিস্তানের প্রতিরক্ষা বিশেষজ্ঞরা ভারত ও ইসরায়েলের এই চুক্তিতে রীতিমত চিন্তিত।