৭ম তলা থেকে পড়ল তিন বছরের শিশু, এরপর...
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০২:৩২ পিএম, ২ আগস্ট ২০১৯ শুক্রবার
দাদি গিয়েছিলেন বাজার করতে। তখন বাড়িতে একাই ছিল বছর তিনেকের ছেলেটি। ঘর থেকে বেরিয়ে ব্যালকুনিতে এসে পিছলে যায় সে। তার পর ব্যালকুনি থেকে ঝুলছিল সে। তা দেখেই নিচে জড় হয়ে যান ওই হাউসিং কমপ্লেক্সের বাসিন্দারা। নিচে কম্বল নিয়ে তারা দাঁড়িয়েছিলেন ছেলেটি পড়ে গেলে ধরবেন বলে। তখনই পড়ে যায় বাচ্চাটি। আর তৎপরতার সঙ্গে তাকে রক্ষা করেন নিচে দাঁড়িয়ে থাকা লোকজন।
গত সোমবার ঘটনাটি ঘটেছে চীনের দক্ষিণ-পশ্চিম প্রদেশে। তবে সেখানকার এক সংবাদ সংস্থার খবর অনুসারে, সাততলা থেকে পড়েও কোনও আঘাত লাগেনি বাচ্চাটির। সে এখন সুস্থই রয়েছে। ঘটনার সময় সেখানে উপস্থিত সংবাদমাধ্যমের এক প্রতিনিধি বলেছেন, আমার শ্বাসবন্ধ হয়ে আসছিল বাচ্চাটিকে ঝুলতে দেখে।
এই ঘটনার ভিডিও সঙ্গে সঙ্গে ভাইরাল হয়েছে। অনেকেই এই রুদ্ধশ্বাস ভিডিও দেখে নিজেদের অভিব্যক্তি প্রকাশ করেছেন সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে।