পুরুষ অভিভাবক ছাড়াই বিদেশ সফরের অনুমতি পেলেন সৌদি নারীরা
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০২:৪১ পিএম, ২ আগস্ট ২০১৯ শুক্রবার
নারী ক্ষমতায়নে আরও এক ধাপ এগিয়ে গেল সৌদি আরব। এবার নারীদের বিদেশ ভ্রমণের ক্ষেত্রে পুরুষ অভিভাবকদের অনুমতির বিষয়টি শিথিল করলো দেশটির কর্তৃপক্ষ।
এখন থেকে পুরুষ অভিভাবক ছাড়াই বিদেশ সফরে যেতে পারবেন সৌদি নারীরা। এক রয়্যাল ডিক্রিতে এ সিদ্ধান্ত জানিয়েছে দেশটির রাজ পরিবার। সিদ্ধান্ত অনুযায়ী, নারীর বয়স ২১ হলেই পুরুষ অভিভাবকের সম্মতি ছাড়া পাসপোর্টের আবেদন করতে পারবেন।
এমনকি বিয়ে এবং বিচ্ছেদের অধিকারও দেয়া হয়েছে নারীকে। কর্মক্ষেত্রেও পুরুষের ন্যায় সমঅধিকার নিশ্চিতের বিধান চালু হয়েছে। এতদিন ধরে পাসপোর্ট পেতে কিংবা দেশের বাইরে সফরে পুরুষ অভিভাবক বিশেষ করে বাবা বা স্বামীর শরণাপন্ন হতে হতো নারীদের।