পশ্চিম তীরে আরও ৬ হাজার বসতি স্থাপনের ঘোষণা ইসরায়েলের
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০২:৪৫ পিএম, ২ আগস্ট ২০১৯ শুক্রবার
অধিকৃত পশ্চিম তীরে আরও ৬ হাজার ইহুদি বসতি স্থাপনের ঘোষণা দিয়েছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জারেড কুশনার ইসরায়েল সফর করবেন এমন ঘোষণার পরপরই বসতি স্থাপনের বিষয়টি অনুমোদন দেয়া হয়েছে।
দেশটির মন্ত্রিসভার বৈঠকে এ প্রকল্পের অনুমোদন দেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, পশ্চিম তীরে চিরকাল থাকবে ইহুদি বসতি। এ ইস্যুর সমাধান হয়ে গেছে এবং বসতি আগামীতে স্থায়ী হবে। ইসরায়েলের মাটিতে কোনো বসতি উচ্ছেদ হবে না।