রোববার   ২০ এপ্রিল ২০২৫   বৈশাখ ৬ ১৪৩২   ২১ শাওয়াল ১৪৪৬

বাজারে আসছে গেমিং ফোন

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:৩৮ পিএম, ২ আগস্ট ২০১৯ শুক্রবার

স্মার্টফোন দিয়ে ব্যবহারকারীরা সবচেয়ে বেশি করেন গেমিং, এ তথ্য অবাক করার মতোই। শুধুমাত্র যারা গেম ভালোবাসেন তারাই নন, বেশিরভাগ মানুষ সময় কাটাতে গেম খেলে থাকেন স্মার্টফোনে। তাই স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলো গেমিং-এর ওপর জোর দিচ্ছেন। সে ধারাবাহিকতায় শাওমি নিয়ে এল গেইমিং ফোন ব্ল্যাক শার্ক ২ প্রো। ফোনটি সর্বপ্রথম চীনের বাজারে ছাড়া হবে।

গেমিং প্রধান্য দেয়া এই ফোনে স্ন্যাপড্রাগন ৮৫৫ প্লাস প্রসেসর থাকার কারণে জিপিইউর পারফরমেন্স ১৫ গুণ বৃদ্ধি পাবে। তাই গেম খেলায় বাড়তি সুবিধা পাবেন গেমাররা। প্রসেসরটির সর্বোচ্চ গতি হবে ২.৯৬ গিগাহার্জ। ব্রাইটনেস কমিয়ে গেম খেলার সুবিধার্থে এতে থাকবে ডিসি ডিমিং ২.০ ফিচার। গেমিংয়ের সময় ফোনকে স্বাভাবিক তাপমাত্রায় রাখতে এতে থাকবে লিকুইড কুলিং ৩.০+ ফিচার।

ব্ল্যাক শার্ক ২ প্রো'র ডিসপ্লে থাকবে ৬ দশমিক ৩৯ ইঞ্চির ফুল এইচডি। এটির টাচ রিপোর্ট রেট ২৪০ হার্জ, রেসপন্স স্পিড ৩৪ দশমিক ৭ এমএস ও টাচ প্রেসিশন (স্পষ্টতা) রেট দশমিক ৩ এমএম। তবে ফোনটির রিফ্রেশ রেট আসুস আরওজি ফোন ২ এর অর্ধেক। ব্ল্যাক শার্ক ২ প্রোয়ের রিফ্রেশ রেট ৬০ হার্জ।

 

গেমিং ফোন হলেও এর রিয়ার ক্যামেরায় আছে ৪৮ ও ১২ মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা। সামনে আছে ২০ মেগাপিক্সেলের ক্যামেরা। ব্যাকআপ দিতে আছে ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। সিজিটিএন জানিয়েছে, এটির দাম হতে পারে ৪৩৫ ডলার।