মঙ্গলবার   ১৩ মে ২০২৫   বৈশাখ ৩০ ১৪৩২   ১৫ জ্বিলকদ ১৪৪৬

তিন দিনে ১৮০ কোটি ডলারের শেয়ার বিক্রি বেজোসের

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:৩৯ পিএম, ২ আগস্ট ২০১৯ শুক্রবার

অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস জুলাই মাসের শেষ তিন দিনে ১৮০ কোটি মার্কিন ডলার মূল্যের শেয়ার বিক্রি করেছেন। ডলার মূল্যের দিক থেকে এতো কম সময়ে এবারই সবচেয়ে বেশি দামের শেয়ার বিক্রি করেছেন তিনি। খবর সিএনবিসি।

সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বলছে, জেফ বেজোস চলতি বছরে প্রথমবারের মতো শেয়ার বিক্রি করেছেন। শুধু তাই নয়, ম্যাকেঞ্জি বেজোসের সঙ্গে বিচ্ছেদের পর প্রথমবার এই শিরোনামে এসেছেন তিনি। গত ২৯ থেকে ৩১ জুলাইয়ের মধ্যে নয় লাখের বেশি শেয়ার বিক্রি করেছেন তিনি। তবে এরপরও বেজোসের দখলে রয়েছে অ্যামাজনের ৫.৮১ কোটি শেয়ার।

শেয়ার বিক্রির ব্যাপারে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি অ্যামাজন। তবে ২০১৭ সালে বেজোস জানিয়েছিলেন, তার মহাকাশযান নির্মাতা প্রতিষ্ঠান ব্লু অরিজিনের জন্য প্রতি বছর একশ’ কোটি মার্কিন ডলারের শেয়ার বিক্রি করা হবে। এছাড়া ২০১৮ সালে সাবেক স্ত্রী ম্যাকেঞ্জি বেজোসের সঙ্গে ‘ডে ওয়ান ফান্ড’ নামে ২০০ কোটি মার্কিন ডলারের একটি সংস্থা শুরু করেছেন তিনি। এটি থেকে বিভিন্ন সমাজকল্যাণমূলক কাজ করা হয়।

ফোর্বস-এর ধারণা, শেয়ার বিক্রির পরও বেজোসের সম্পদের মূল্য ১১ হাজার ৫০০ কোটি মার্কিন ডলার।