বুধবার   ০৬ নভেম্বর ২০২৪   কার্তিক ২১ ১৪৩১   ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

দাম্পত্য জীবনের দুই যুগে মৌসুমী-ওমর সানী

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:৪১ পিএম, ২ আগস্ট ২০১৯ শুক্রবার

তারকাদের প্রেম-বিয়ে আর সংসার মানেই তাসের ঘর! এই আছে তো এই নেই। দীর্ঘদিন প্রেম করার পর বিয়ে। কিছুদিন পরেই ডিভোর্স! এটাই নিয়মিত মুখচ্ছবি হয়ে উঠেছে তারকাদের ব্যক্তিগত সম্পর্কগুলোর। গত কয়েক বছরে অনেকের ঘর ভেঙেছে। তাই তারকাদের বিয়ে নিয়ে আলোচনা-সমালোচনাও নেহাত কম হয়না।

কিন্তু আমাদের শোবিজ মিডিয়ায় এমন কিছু তারকা দম্পতি আছেন যারা যুগযুগ ধরে একই ছাদের নিচে আনন্দে দাম্পত্য জীবন অতিবাহিত করছেন। শোবিজের কাছে তারা অনুকরণীয়-অনুসরণীয়। তেমনি উদাহারণ হয়ে আছে ওমর সানী-মৌসুমী। ভালোবেসে বিয়ে করেছিলেন আজ থেকে দুই যুগ আগে। 

অভিনয় করতে এসেই দু’জনের প্রতি ভালোলাগা তৈরি হয়। একটা সময় প্রেম। তারপর ১৯৯৬ সালের ২ আগস্ট বিয়ে। আজ তাদের দাম্পত্য জীবন দুই যুগে পদার্পণ করলো। জীবনকে যেমন নানা রঙ্গে তারা সাজিয়েছেন ঠিক তেমনি কর্মক্ষেত্রেও সফল তারা। পাশাপাশি সংসার জীবনকে সফল করে তুলেছেন। দুই সন্তান ফারদিন ও ফাইজার গর্বিত পিতা-মাতা মৌসুমী-সানী। 

 

 

বিশেষ এই দিনটিতে ওমর সানী বলেন, আমি আর মৌসুমী ২৪ বছরে পা দিলাম। এই দিনে মৌসুমীকে নিয়ে এসেছিলাম আমার ছোট্ট সংসারে। আর আপনাদের মৌসুমী থেকে হয়েছে প্রিয়দর্শিনী। সবাই আমাদের জন্য দোয়া করবেন বাকি জীবন এই ভাবে কাটাতে পারি।

নব্বইয়ের দশকে কিংবা তার পরবর্তী সময়ে মৌসুমী-ওমর সানীর কোনো সিনেমা মুক্তি পেলে দর্শকদের মধ্যে তা দেখার হিড়িক পড়ে যেত। ওমর সানী-মৌসুমী জুটির প্রথম চলচ্চিত্র ছিল ‘দোলা’। ছবিটি ১৯৯৪ সালে মুক্তি পায়। এরপর এই জুটি অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হচ্ছে ‘আত্ম অহংকার’, ‘প্রথম প্রেম’, ‘মুক্তির সংগ্রাম’, ‘হারানো প্রেম’, ‘গরিবের রানী’, ‘প্রিয় তুমি’, ‘সুখের স্বর্গ’, ‘মিথ্যা অহংকার’, ‘ঘাত প্রতিঘাত’, ‘লজ্জা’, ‘কথা দাও’ ‘স্নেহের বাঁধন’ ইত্যাদি।