‘যাত্রীদের সুবিধার্থে ট্রেনে দেয়া হবে স্ট্যান্ডিং টিকিট’
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৮:৩১ এএম, ৩ আগস্ট ২০১৯ শনিবার
কমলাপুর রেলওয়ের স্টেশন ম্যানেজার মোহাম্মদ আমিনুল হক বলেছেন, প্রতিবারের মতো এবারও যাত্রীদের সুবিধার্থে আন্তঃনগরসহ চারটি স্পেশাল ট্রেনে দেয়া হবে স্ট্যান্ডিং টিকিট। তবে কোনো যাত্রীকেই ট্রেনের ছাদে উঠতে দেয়া হবে না। চেষ্টা করবো ট্রেনের সিডিউল অনুযায়ী যেন সব ট্রেন চলাচল করতে পারে।
আসন্ন ঈদ-উল-আজহা উপলক্ষে পরিবারের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে ঘরমুখো মানুষের ট্রেনের ঈদযাত্রা শুরু হবে আগামী ৭ আগস্ট থেকে।
শুক্রবার বেলা ১১ টার দিকে অগ্রিম টিকিট বিক্রির কার্যক্রম নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে কমলাপুর রেলওয়ের স্টেশন ম্যানেজার মোহাম্মদ আমিনুল হক এসব তথ্য জানান।
তিনি বলেন, আসন স্বল্পতার কারণে যেসব যাত্রী ট্রেনের অগ্রিম টিকিট কাটতে পারেননি, তাদের সুবিধার্থে ঈদযাত্রায় প্রতিটি ট্রেন ছাড়ার দু’ঘণ্টা আগে থেকে টিকিট বিক্রি করা হবে। ট্রেনে যাত্রীর সুবিধার্থে জ্যাম কমাতে প্রতিটি ট্রেনে ৩০ শতাংশ স্ট্যান্ডিং টিকেট বিক্রি করা হবে। আগের মতো ঢালাও টিকিট দেয়া হবে না স্ট্যান্ডিংয়ের।
মোহাম্মদ আমিনুল হক বলেন, চারটি স্পেশাল ট্রেনসহ ৩৮টি আন্তঃনগর ট্রেনের টিকিট পাঁচটি স্থান থেকে মোট ২৮ হাজার ২৯২ টিকিট বিক্রি করা হচ্ছে আজ (শুক্রবার)। আজকে অগ্রিম টিকিট বিক্রির কার্যক্রম শেষ হচ্ছে। তবে শেষ দিনে টিকিটের চাহিদা কিছুটা কম।
বন্যায় রেলস্টেশন ক্ষতিগ্রস্ত হওয়ার প্রসঙ্গে স্টেশন ম্যানেজার বলেন, বন্যার কারণে যেসব রেললাইন ক্ষতিগ্রস্ত হয়েছে, সেসব রুট ঈদের আগেই মেরামত করা হবে। যদি ঈদের আগে মেরামত করা না হয় তাহলে রুট পরিবর্তন করে যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেয়া হবে। তবে সেক্ষেত্রে সময় কিছুটা বেশি লাগতে পারে।