শিক্ষিকা মাথা ঠুকে দিলেন টেবিলে, রক্ত বমি করতে করতে ছাত্রের মৃত্য
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৯:১৪ এএম, ৩ আগস্ট ২০১৯ শনিবার
ক্লাসে ঢুকতেই দাঁড়িয়ে সম্মান না করায় এক ছাত্রের মাথা টেবিলে ঠুকে দিলেন এক শিক্ষিকা । এতে ওই ছাত্র রক্ত বমি করতে করতে মৃত্যুর কোলে ঢলে পড়েন। ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের বাঁকুড়ায়।
পুয়াবাগান শিক্ষানিকেতনের তৃতীয় শ্রেণির ছাত্র রূপম পাল তার শিক্ষিকার মারধরে মারা গেছে বলে অভিযোগ করেছে তার পরিবার।
রূপমের বাবা চক্রধর পালের অভিযোগ, গত বুধবার স্কুলে কবাডি খেলা শেষ করার পর রূপম ক্লাসে টেবিলের উপর মাথা রেখে বিশ্রাম নিচ্ছিল। সেই সময় বিজ্ঞানের শিক্ষিকা ক্লাসে ঢোকেন। রূপম সেটা বুঝতে পারেনি, তাই সে উঠে দাঁড়ায়নি। উঠে না দাঁড়ানোর অপরাধে ওই শিক্ষিকা রূপমের মাথা ঠুকে দেন টেবিলে। এরপর থেকেই রূপমের রক্তবমি করতে শুরু করে। স্কুল থেকেই বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় রূপমকে। তখন থেকেই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিল রূপম।
তার অভিযোগ, ছেলের অবস্থা খারাপ জেনেও স্কুলের বাইরে থাকা রূপমের গাড়ির চালককে সেকথা জানায়নি স্কুল কর্তৃপক্ষ।
অপরদিকে, পুয়াবাগান শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক তপনকুমার পতি জানান, ছাত্রটি অসুস্থ হতেই তারা হাসপাতালে ভর্তি করেন।
পাল পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত বাঁকুড়া সদর থানার কাছে কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। তবে এসপি কোটেশ্বর রাও বলেন, অভিযোগ পেলে আমরা যথাযথ ব্যবস্থা নেব।