নারায়ণগঞ্জ-৪ আসনে নৌকার গণমিছিল
নিজস্ব প্রতিবেদক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৩:১১ পিএম, ২৮ ডিসেম্বর ২০১৮ শুক্রবার
নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ) আসনের বর্তমান সংসদ সদস্য ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী একেএম শামীম ওসমানের পক্ষে ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জের বিভিন্ন স্থানে গণমিছিল হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লার বিভিন্ন এলাকায় নৌকার মিছিল বের হয়।
এ গণমিছিলে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মী ও বিভিন্ন এলাকার নারী-পুরুষ ভোটাররা অংশ নেন। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ৩০ ডিসেম্বরের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে পুনরায় সরকার গঠন করতে নৌকা প্রতীকে ভোট দিতে গণমিছিল থেকে জনগণকে আহ্বান জানানো হয়।
বৃহস্পতিবার বিকেলে সিদ্ধিরগঞ্জপুল এলাকা থেকে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমানের নেতৃত্বে এ আসনের প্রার্থী একেএম শামীম ওসমানের পক্ষে একটি মিছিল বের হয়। মিছিলটি সিদ্ধিরগঞ্জপুল থেকে শুরু হয়ে নারায়ণগঞ্জ-ডেমরা ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে। এ সময় মিছিলটি শিমরাইল মোড় গিয়েও বিভিন্ন এলাকায় প্রদক্ষিণ করেছে।