মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

খুশকি? এ উপাদানটি ব্যবহার করে দেখুন

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:০৭ এএম, ৩ আগস্ট ২০১৯ শনিবার

খুশকির সমস্যা শীতে বেশি হলেও অনেকের ক্ষেত্রে সারা বছরই এ সমস্যা হতে দেখা যায়। খুশকি প্রতিরোধে আমলকি একটি চমৎকার ঘরোয়া উপাদান।

আমলকির মধ্যে ভিটামিন সি, প্রদাহরোধী উপাদান ও অ্যান্টি  অক্সিডেন্ট রয়েছে। কেবল খুশকি নয় চুলপড়া প্রতিরোধেও আমলকি উপকারী। খুশকি প্রতিরোধে আমলকি ব্যবহারের উপায় জানিয়েছে জীবনধারা বিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাই।

খুশকি দূর করতে আমলকি

উপাদান

  • এক টেবিল চামচ আমলকি রস
  • দুই টেবিল চামচ নারকেল তেল

যেভাবে ব্যবহার করবেন

  • একটি পাত্রের মধ্যে আমলকির রস নিন।
  • এর মধ্যে নারকেল তেল নিয়ে ভালোভাবে মেশান।
  • এবার মিশ্রণটি স্ক্যাল্পের মধ্যে ভালোভাবে মাখুন।
  • এবার এক ঘণ্টা এটি রেখে দিন।
  • এরপর শ্যাম্পু করে চুল ধুয়ে ফেলুন।  
  • প্রতি সপ্তাহে অন্তত দুই থেকে তিন বার এ পদ্ধতি অনুসরণ করুন।