বঙ্গবন্ধুর কন্যার হাতেই দেশ নিরাপদ : নজরুল ইসলাম বাবু
নিজস্ব প্রতিবেদক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৩:৫৫ পিএম, ২৮ ডিসেম্বর ২০১৮ শুক্রবার

নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নজরুল ইসলাম বাবু এমপি বলেছেন, সোনার বাংলা গড়ার যে স্বপ্ন জাতির জনক বঙ্গবন্ধু দেখেছিলেন, তারই স্বপ্ন বাস্তবায়ন করছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি দেশকে উন্নয়নের শিখড়ে নিয়ে যাচ্ছেন। দেশকে অন্ধকারের চোরাগলি থেকে উন্নয়নের আলোয় আলোকিত করেছেন।
তিনি বলেন, দেশের মানুষ শান্তিতে আছে, স্বস্তি আছে। বঙ্গবন্ধুর কন্যার হাতেই দেশ নিরাপদ। রাজাকারদের নিয়ে যারা ঐক্য গড়েছেন, বিজয়ের মাসে কোনো অবস্থাতেই তাদের বিজয় হবে না, বিজয়ের মাসে স্বাধীনতার প্রতীক নৌকার বিজয় হবে।
বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জের আড়াইহাজারে আলহাজ শাহজালাল উচ্চ বিদ্যালয় মাঠে পৌর আওয়ামী লীগ আয়োজিত সর্বশেষ নির্বাচনী সভায় এসব কথা বলেন তিনি।
এমপি নজরুল ইসলাম বাবু আরো বলেন, আড়াইহাজাকে নিয়ে আমার অনেক স্বপ্ন। ২০০৮ সালে আমি প্রথম সংসদ সদস্য নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের আড়াইহাজারকে উন্নত ও শান্তির জনপদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ শুরু করি। আজ সে লক্ষ্য পূরণ হয়েছে। বিগত সময়ে এখানে অনেকে এমপি ছিলেন। কিন্তু তারা আড়াইহাজারবাসীর ভাগ্য উন্নয়নে কাজ করেনি। আমরাই কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, তথ্য-প্রযুক্তিসহ সব সেক্টরে রেকর্ড পরিমান উন্নয়ন করেছি, মানুষের ভাগ্যের পরিবর্তন করেছি।
পৌর আওয়ামী লীগের সভাপতি মেহের আলী মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হারুণ অর রশিদের পরিচালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহাজালাল মিয়া, শিক্ষানুরাগী ডাঃ সায়মা আফরোজ ইভা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক সিরাজুল ইসলাম ভুইয়া, আড়াইহাজার পৌর মেয়র আলহাজ্ব সুন্দর আলী প্রমুখ।