চড় মারলেই ত্বক থাকবে ভালো!
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০২:২৬ পিএম, ৩ আগস্ট ২০১৯ শনিবার
ত্বকের সৌন্দর্য ধরে রাখতে আমরা বিভিন্ন নিয়ম কানুন মেনে থাকি। ত্বক ভালো ও কোমল রাখতে ত্বকে ফুলের টোকাও দেই না। আর সেই ত্বকে কি না নিজেই চড় মারতে হবে! তাই কি হয়?
কত যত্ন নিয়ে মুখের ওপর টোনার, ক্লিনজার এবং ময়েশ্চারাইজার আলতোভাবে ম্যাসেজ করেন। অথচ কোরিয়ান সুন্দরীরা অদ্ভুত এক পদ্ধতিতে তাদের ত্বকের যত্ন নেন। জেনে অবাক হবেন তারা সত্যি সত্যি নিজের ত্বকে চড় দেন। ত্বক বিশেষজ্ঞদের দেয়া কোরিয়ান তরুণীদের সেই সুন্দর ত্বকের রহস্য আপনিও জেনে নিতে পারেন। হয়ত নিজেই ত্বককে চড় দিতে শুরু করবেন।
নারীদের পাশাপাশি পুরুষেরাও এই চড় থেরাপি নিয়ে থাকেন
কারণ:
১. মুখের ত্বকে ধীরে ধীরে আঙুল দিয়ে আঘাত করলে রক্ত চলাচল উন্নতি হয় এবং ত্বকের উজ্জ্বলতাও বাড়ে
২. ত্বক ভেতর থেকে উজ্জীবিত হয়ে। নতুন কোষ তৈরি করে, ফলে দীর্ঘ দিন তারুণ্য ধরে রাখে। যা অনেক দামি ক্রিমও করতে পারে না
৩. ত্বককে নরম ও কোমল করে তোলে
৪. বিউটি সিস্টেম হিসেবে মুখে চড় মারতে বলা হয়
এই চড় থেরাপি কোরিয়ানদের সৌন্দর্যের মূলমন্ত্র
৫. এটি কোলাজেন উৎপন্ন করে বলিরেখা কমায়
৬. ত্বকে ক্রিম আরও ভালোভাবে শোষণ করে।
মনে রাখবেন, ত্বকে চড় দেয়ার মানে আসলে ধীরে আঘাত করা, কিছুতেই ত্বকে জোরে আঘাত করা যাবে না। যখনই সময় পান এটা করতে পারেন, যত বেশি করবেন উপকার ততই বেশি।