কাপ্তাই হ্রদে মাছ আহরণে রেকর্ড
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৮:৩৩ এএম, ৪ আগস্ট ২০১৯ রোববার
দীর্ঘ তিন মাস পর রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে মাছ আহরণ শুরু হয়েছে। বৃহস্পতিবার প্রথম দিনে রেকর্ড ১২৮ মেট্রিক টন মাছ আহরণ করা হয়েছে। এসব মাছের বাজার মূল্য প্রায় দেড় কোটি টাকা।
রাঙ্গামাটি বিএফডিসি’র ম্যানেজার মহিউদ্দিন আহমেদ বলেন, বিএফডিসির চারটি ল্যান্ডিং ঘাটে ১২৮ মেট্রিক টন মাছ ল্যান্ডিং হয়েছে। এতে রাজস্ব আদায় হয়েছে ২৩ লাখ টাকা। গত বছর এই সময় রাজস্বের পরিমাণ ছিল ১৭ লাখ টাকা। হ্রদে পানি থাকায় মাছের পরিমান আরো বাড়বে।
মিঠা পানির মাছের প্রাকৃতিক প্রজনন ও পোনা বাড়াতে মে থেকে জুলাই পর্যন্ত কাপ্তাই হ্রদে মাছ ধরা নিষিদ্ধ করে রাঙ্গামাটি জেলা প্রশাসন। তিন মাস পর মাছ আহরণ শুরু হওয়ায় প্রাণচাঞ্চল্য ফিরেছে কাপ্তাইয়ের জেলেদের মাঝে।