নতুন মিউজিক ভিডিও নিয়ে আসছেন নদী
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৯:৩০ এএম, ৪ আগস্ট ২০১৯ রোববার
আসছে ঈদে ‘উদাসী মন’ শিরোনামের একটি গানের মিউজিক ভিডিও নিয়ে হাজির হচ্ছেন এ সময়ের কণ্ঠশিল্পী নদী। গানটিতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন আরেক গায়ক প্রত্যয় খান। সম্প্রতি উত্তরার একটি বাড়িতে গানটির ভিডিওর দৃশ্যধারণ করা হয়েছে। এতে মডেল হয়েছেন নবাগত রোমিও ও লিপসি শৈলী।
‘যখন তোমার হাতে হাত রাখি, গল্প হয়ে পড়ি তোমায়, যখন তোমার চোখ চোখ রাখি, বৃষ্টি হয়ে ভেজাও আমায়-এমন কথার গানটি লিখেছেন জিয়াউদ্দিন আলম। এর সুর ও সংগীত পরিচালনা করেছেন প্রত্যয় খান নিজেই। গানটি গত ঈদে জিপি মিউজিক, বাংলালিংক ভাইব ও রবি স্প্ল্যাশ এ গানটি পাওয়া গেছে।
জানা গেছে, এই মিউজিক ভিডিওটি ৪ আগস্ট রবিবার সন্ধ্যা ৭টায় জিসান মাল্টিমিডিয়ার অফিশিয়াল ইউটিউবে উন্মুক্ত করা হবে। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন খান মাহি।
প্রসঙ্গত, ‘উদাসী মন’ গানটি প্রকাশ হয়েছিল ২০১৭ সালে ‘চাঁদমুখ’ অ্যালবামে। তখন গানটির লিরিকাল ভিডিও জিসান মাল্টিমিডিয়ার অফিশিয়াল ইউটিউবে প্রকাশিত হয়েছিল।