বুধবার   ০৬ নভেম্বর ২০২৪   কার্তিক ২১ ১৪৩১   ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

মনে হয় নোবেল না বুঝে কথাগুলো বলেছেন: শ্রীকান্ত আচার্য

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:৩৩ এএম, ৪ আগস্ট ২০১৯ রোববার

শ্রীকান্ত আচার্য। বাংলা সঙ্গীতপ্রেমীদের কাছে এই নামটুকুই যথেষ্ট। রিমেক, রবীন্দ্রসঙ্গীত থেকে নিজের গান, সবকিছুতেই নিজস্বতার ছাপ রেখেছেন। সবশেষ আলোচনায় ছিলেন সারেগামাপা’র বিচারক হিসেবে। এ প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে নোবেল অংশ নিয়ে বেশ আলোচনায় এসেছেন। যতটা না আলোচনায় এসেছেন তার এক কথায় আরো বেশি সমালোচিত হচ্ছেন। তাকে নিয়ে দেশি-বিদেশি গণমাধ্যমে বইছে বিতর্কের হাওয়া। এবার এই বিতর্ক নিয়ে মুখ খুলেছেন শ্রীকান্ত আচার্য। 

একটি গণমাধ্যমকে তিনি বলেন, সা রে গা মা পা’তে ওকে খুব কাছ থেকে দেখেছি। হঠাৎ করে এমন মন্তব্য কেনো করলো ঠিক বুঝেতে পারছি না। রবীন্দ্রনাথকে নিয়ে কথা বলার আগে ওর আরো সংবেদনশীল হওয়া উচিত ছিল। হুটহাট মুখে যা আসে তা বলে দিলে তা নোবেলের জন্যই ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে।

সা রে গা মা পা’র এই বিচারক আরো বলেন, জেমসের গাওয়া প্রিন্স মাহমুদের লেখা ‘বাংলাদেশ’ গানটি আমারো পছন্দের। কিন্তু তাই বলে রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’কে ছোট করতে পারিনা। আমার মনে হয় নোবেল না বুঝে কথাগুলো বলেছেন। আমি তার মঙ্গল কামনা করি।

 

এবারের ‘সারেগামাপা’তে শ্রীকান্ত আচার্য ছাড়াও বিচার হিসেবে ছিলেন শান্তনু মৈত্র ও মোনালি ঠাকুর। আর উপস্থাপনায় ছিলেন অভিনেতা যীশু সেনগুপ্ত। এ প্রতিযোগিতার চূড়ান্ত ফলাফলে নোবেল যৌথভাবে তৃতীয় হয়েছন।