বুধবার   ০৬ নভেম্বর ২০২৪   কার্তিক ২১ ১৪৩১   ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনৈতিক ড্রামা নিয়ে রাজের আগামী ছবি

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:৩৭ এএম, ৪ আগস্ট ২০১৯ রোববার

ছোট পর্দায় কাজ করার সময়ে তখনকার রাজনৈতিক পরিস্থিতি নিয়ে টেলিফিল্ম করেছিলেন রাজ চক্রবর্তী। তারপর ১৪ বছর কেটে গেলেও সেই পরিস্থিতি বদলায়নি। জাতপাত নিয়ে হানাহানি, হিংসা বরং আরো বেড়েছে। সমকালীন পরিস্থিতির কথা মাথায় রেখেই আগামী পলিটিক্যাল ড্রামার কাজ শুরু করতে চলেছেন রাজ। সেই টেলিফিল্মের কনসেপ্টে তৈরি এই ছবির নাম ‘আম্মা’।

কিন্তু পরিচালকের রাজনৈতিক অবস্থানের বিচারে এই ছবি করতে সমস্যা হবে না? এমন প্রশ্নের জবাবে রাজ বলেন, আমি প্রথমে পরিচালক। তারপর বাকি সব কিছু। বর্তমান পরিস্থিতি নিয়ে আমার বক্তব্য ছবির মাধ্যমেই তুলে ধরব।

বোঝা যাচ্ছে কাহিনির বয়স্ক চরিত্রটির কারণেই ছবির নাম ‘আম্মা’। ওই চরিত্রে দেখা যাবে স্বাতীলেখা সেনগুপ্তকে। এই প্রথম রাজের ছবিতে অভিনয় করবেন তিনি। ঋত্বিক চক্রবর্তী, সোহম এবং শুভশ্রীর সঙ্গে পরিচালক অনেক বারই কাজ করেছেন। তার ছবিতে নতুন মুখ পার্নো মিত্র। যিনি সদ্য বিজেপিতে যোগ দিয়েছেন। রাজনীতির একজন অভিনেত্রীকে নিজের ছবিতে নেয়ার ব্যপারে রাজ বলেন, আমি একজন অভিনেত্রীকে কাস্ট করেছি মাত্র।

 

তবে এই ছবিতে কে কোন চরিত্রে তা এখনই স্পষ্ট করতে রাজি নন পরিচালক। 

সেপ্টেম্বরের মাঝামাঝি ‘আম্মা’র শুটিং শুরু হবে। তার আগে ওই মাসেই রিলিজ করছে রাজের ‘পরিণীতা’। ‘আম্মা’র প্রযোজক রাজ নিজেই। চিত্রনাট্য পদ্মনাভ দাশগুপ্তর। ক্যামেরায় সৌমিক হালদার। নিজের পরিচিত ঘরানা থেকে বেরিয়ে পরিচালক কনটেন্ট ভিত্তিক ছবি করতে চাইছেন। ‘পরিণীতা’র পরে ‘আম্মা’ সেই পথেই আরো একটি পদক্ষেপ।