বৃহস্পতিবার   ০৫ ডিসেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ২০ ১৪৩১   ০৩ জমাদিউস সানি ১৪৪৬

জামায়াতের ১২ নারীকর্মী সহ দেড় শতাধিক আটক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৫:৩৫ পিএম, ১৪ ডিসেম্বর ২০১৮ শুক্রবার

নারায়ণগঞ্জে জামাত শিবির বিরোধী সাঁড়াশি অভিযান শুরু করেছে পুলিশ ও র‌্যাব সদস্যরা। ফতুল্লায় একটি স্কুল ও একটি মাদ্রাসায় অভিযান চালিয়ে গোপন বৈঠক থেকে ৫ নারীসহ জামাত শিবিরের শতাধিক নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। 

শুক্রবার সকাল থেকে ফতুল্লা থানা পুলিশের এ অভিযান এখনো চলছে। এদিকে শহরের চাষাঢ়া এলাকা থেকে নাশকতার মামলার আসামী মহানগর ছাত্রশিবিরের সাবেক সভাপতি গোলাম সারোয়ার সাঈদকে গ্রেফতার করেছে র‌্যাব। 


ফতুল্লা থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঞ্জুর কাদের জানান, সকাল সাড়ে দশটায় সদর উপজেলার ফতুল্লা থানার  পাগলা হাই স্কুলে বসে নাশকতার পরিকল্পনার উদ্দেশ্যে গোপন বৈঠক চলাকালে পুলিশ সেখানে অভিযান চালায়। 


এসময় জামাত শিবিরের বিভিন্ন স্তরের নেতা-কর্মী সহ ৪৯ জনকে আটক করা হয়। দুপুর বারোটায় মাসদাইর এলাকায় অবস্থিত ইসলামীয়া আদর্শ মাদ্রাসা থেকে ৫নারীসহ ৫৪ জন জামাত শিবিরের নেতাকর্মীকে গোপন বৈঠক থেকে আটক করে পুলিশ। 


তিনি জানান, এ নিয়ে সকাল থেকে এ পর্যন্ত  জামাত শিবিরের ১০৩ জন নেতা-কর্মীকে আটক করা হয়েছে। তদন্তের স্বার্থে আটককৃতদের নাম পরিচয় এখন প্রকাশ করা এখন সম্ভব নয়। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে আটককৃতদের মধ্যে জামায়াত নেতা ইয়াসিন মাস্টার রয়েছেন। 


আটকের পূর্বে পুলিশের উপস্থিতি টের পেয়ে জামাত শিবির ও বিএনপির অনেক শীর্ষ নেতারা পালিয়ে গেছে। তাদেরকে গ্রেফতারে অভিযান চলছে। 
দুপুরে শহরের আমলাপাড়া বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ৭ নারীসহ ৩৯ জনকে আটক করেছে সদর থানা পুলিশ। তবে তাদের মধ্যে স্কুলের প্রধান শিক্ষক আশুতোষ ভট্টাচার্যসহ ৭ জন মহিলা শিক্ষক ও অভিভাবক রয়েছেন।
 
 বিদ্যালয়টির অন্যান্য শিক্ষকরা জানান, জেলার বিভিন্ন স্কুলে একযোগে জিনিয়াস বৃত্তি পরীক্ষা চলছে। শুক্রবারও পরীক্ষা ছিল। পরীক্ষা চলাকালীন অবস্থায় পুলিশ বিদ্যালয়ে প্রবেশ করে জামাত শিবির কর্মী অভিযোগে প্রধান শিক্ষক, মহিলা শিক্ষক ও অভিভাবক সহ ৩৯জনকে আটক করে থানায় নিয়ে গেছে। 


শিক্ষকদের দাবী আটককৃতদের মধ্যে কমপক্ষে দশ বারোজন সনাতন ধর্মাবলম্বী রয়েছেন, যারা কোনভাবেই জামাত শিবির কর্মী হতে পারেন না। 
তারা জানান, এ ব্যাপারে জেরা শিক্ষক সমিতির নের্তৃবৃন্দের সাথে তারা কথা বলবেন এবং থানায় গিয়ে বিষয়টি অবহিত করবেন। 

তবে এ ব্যাপারে সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম শিক্ষকদের অভিযোগ অস্বীকার করে জানান, আমলাপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ে নাশকতার পরিকল্পনার উদ্দেশ্যে গোপন বৈঠক চলাকালে ১৩ জনকে আটক করা হয়েছে যারা জামাত শিবিরের সাথে প্রত্যক্ষভাবে জড়িত। তবে তাদের মধ্যে কোন নারী সদস্য নেই। আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান তিনি। 
 

এদিকে সকাল দশটার দিকে শহরের চাষাঢ়া থেকে নাশকতার মামলার আসামী মহানগর ছাত্র শিবিরের সাবেক সভাপতি গোলাম সারোয়ার সাঈদকে গ্রেফতার করেছে র‌্যাব-১১ সদস্যরা। 

গোপন সংবাদের ভিত্তিতে চাষাড়া সমবায় মার্কেটের পিছনে প্রেসিডেন্ট রোড এলাকায় একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
র‌্যাব-১১ এর সিনিয়র সহকারি পরিচালক আলেপ উদ্দিন এ বিষয়টি নিশ্চিত করে জানান, ইতিপূর্বে তার বিরুদ্ধে নাশকতার অভিযোগে চারটি মামলা রয়েছে। প্রতিটি মামলাতেই তার বিরুদ্ধে ওয়ারেন্ট রয়েছে। 

আইন শৃংখলা বাহিনীকে ফাঁকি দিয়ে সে দীর্ঘদিন যাবত আত্মগোপনে থেকে জামাত শিবিরের নাশকতামূলক কার্যক্রম চালিয়ে আসছিল। জামাত শিবিরের কার্যক্রম সম্পর্কে আরো তথ্য সংগ্রহ করতে গ্রেফতারকৃত সাঈদকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।