আইফোনের দাম বাড়বে আরো ১১০ ডলার
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৯:৪১ এএম, ৪ আগস্ট ২০১৯ রোববার

৩০ হাজার কোটি মার্কিন ডলারের চীনা পণ্যের ওপর ১০ শতাংশ আমদানি শুল্ক আরোপ করেছে ট্রাম্প সরকার। এই আইন চালু হলে বিপদে পড়বে অ্যাপল। কারণ অনেক যন্ত্রাংশ তারা চীন থেকে আমদানি করে। চীনে উৎপাদিত এসব পণ্য যুক্তরাষ্ট্রে বিক্রি করতে গেলে তাদের খরচ ১০ শতাংশ বৃদ্ধি পাবে। এতে করে আইফোনের দাম বাড়বে আরো ১১০ ডলার। খবর আইএএনএস।
চীনের সঙ্গে চলমান বাণিজ্যিক দ্বন্দ্বের মধ্যে বৃহস্পতিবার নতুন এই শুল্ক আইন নিয়ে টুইট করেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের এই শুল্ক প্রস্তাব কার্যকর হতে যাচ্ছে আগামী ১ সেপ্টেম্বর থেকে।
এদিকে ট্রাম্পের টুইটের পর শেয়ার বাজারে অ্যাপলের মূল্য কমেছে ৪২০০ কোটি মার্কিন ডলার। বর্তমানে আইফোন এক্সএস ম্যাক্স-এর বাজার মূল্য ১০৯৯ মার্কিন ডলার। নতুন শুল্ক চালু হলে ডিভাইসটির দাম বাড়তে পারে প্রায় ১১০ ডলার।
এই শুল্কের প্রভাব পড়বে অ্যাপলের মূল পণ্য যেমন আইফোন, আইপ্যাড, ম্যাক, এয়ারপড ও অ্যাপল টিভির উপর। এছাড়া, কিবোর্ড, মনিটর, ব্যাটারির উপরেও এই শুল্ক প্রভাব ফেলবে।