বুধবার   ০৬ নভেম্বর ২০২৪   কার্তিক ২১ ১৪৩১   ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

‘নারীর স্তনের ক্ষেত্রে হিন্দু-মুসলিম দেখেন না, এক্ষেত্রে কেন?’

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:১৫ পিএম, ৪ আগস্ট ২০১৯ রোববার

টলি পাড়ায় সাহসী ও ঠোঁটকাটা বলেই পরিচিত অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। এবার অমিত শুক্লা নামে এক কট্টর হিন্দুকে একহাত নিলেন তিনি। নেটিজেনরাও এগিয়ে এসেছেন স্বস্তিকার সমর্থনে। অনেকেই স্পষ্টবক্তা স্বস্তিকার প্রশংসা করেছেন।

মঙ্গলবার মধ্যপ্রদেশের জবলপুরের বাসিন্দা অমিত শুক্লা জোমাটোতে খাবারের অর্ডার দিয়েছিলেন। তাকে খাবার পাঠানোর দায়িত্ব অহিন্দুকে দিয়েছিল জোমাটো। কিন্তু মুসলিম ডেলিভারি বয়ের হাত থেকে খাবার নিতে চাননি তিনি। অমিত শুক্লা টুইটারে লেখেন, হিন্দু রাইডার না দেয়ায় খাবারের অর্ডার বাতিল করলাম।

 

স্বস্তিকা মুখার্জির টুইট

স্বস্তিকা মুখার্জির টুইট

অমিত শুক্লার এমন টুইটের বিপরীতে নিজের টুইটার হ্যান্ডেলে তার কাছে স্বস্তিকা প্রশ্ন তোলেন, মহিলাদের স্তন নিয়ে যখন এধরনের মন্তব্য করেন, সেক্ষেত্রে ধর্মের বিচার করেন না, তাহলে মুসলিম ডেলিভারি বয়ের হাত থেকে খাবার নিতে ধর্ম টানেন কেন?

এরপরই ওই গ্রাহককে জোমাটো জানায়, খাবারের কোনো ধর্ম নেই। এটাই ধর্ম। এই ঘটনা ঘিরে সমালোচনার ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায়। এছাড়া স্বস্তিকার পক্ষেও কথা বলেছে অনেকে।