মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

‘‌জয় শ্রীরাম’ না বলায় মুসলিম তিন কিশোরকে মারধর

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০১:২৬ পিএম, ৪ আগস্ট ২০১৯ রোববার

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হিন্দুত্ববাদী দল বিজেপি টানা দ্বিতীয়বারের সরকার গঠনের পর দেশটিতে মুসলমানদের জোরপূর্বক ‘জয় শ্রীরাম’ স্লোগান দেয়ানোর ঘটনা বেড়েই চলছে। এবার গুজরাটের গোধরায় ‘জয় শ্রীরাম' স্লোগান না দেয়ায় তিন মুসলিম কিশোরকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে ছয়জন অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে। 

দুষ্কৃতিকারীরা দু’‌টি বাইকে চড়ে এসেছিল বলে জানিয়েছেন আক্রান্ত এক কিশোরের বাবা। তবে অভিযুক্তদের পরিচয় এখনো জানা যায়নি। খবর-এনডিটিভির।

জানা গেছে, আক্রান্ত তিন কিশোর সমীর সিদ্দিকি, সালমান ঘিটেলি এবং সোহেল ভগত বাইকে ছিল। মাঝপথে হঠাৎ করেই তাদের থামিয়ে এই কাণ্ড ঘটায় দুষ্কৃতির দল। 

 

ওই এলাকায় আবারও দেখা গেলে আক্রান্ত কিশোরদের প্রাণে মেরে ফেলে দেওয়ার হুমকিও দেয় অভিযুক্তরা। পরে অবশ্য পালিয়ে যায় তারা। ওই ছয়জনের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করেছে পুলিশ। 

অভিযোগকারী সিদ্দিক ভগতের দাবি, বৃহস্পতিবার রাতে আক্রান্ত তিন কিশোর মোটরবাইকে করে বাড়ি ফিরছিল। মাঝপথে দুটি বাইকে ছয়জন অজ্ঞাতপরিচয় দুষ্কৃতিকারী সমীর, সালমান এবং সোহেলকে থামিয়ে দেয়। তাদের ‘জয় শ্রীরাম’‌ বলতে বলা হয়। আর তা না করতেই শুরু হয় অত্যাচার। 

সমীরকে কপালে সাইকেলের চেন দিয়ে আঘাত করা হয়। সালমানকে একটি ভোঁতা বস্তু দিয়ে মাথায় মারা হয়। 

এখানেই শেষ নয়, আক্রান্ত যুবকের বাবা জানান, যাওয়ার আগে আক্রমণকারীরা প্রাণনাশের হুমকিও দিয়েছে। তার দাবি, তিনজনকে আবারও এলাকায় দেখা গেলে তাদের হত্যা করার হুমকি দেওয়া হয়েছে। জখম সমীর ও তার বন্ধুদের স্থানীয়রাই শহরের সিভিল হাসপাতালে ভর্তি করেছে। 

তদন্তে নেমে পুলিশ ইন্সপেক্টর এইচসি রথভা জানান, আক্রান্তরা কেউই এখন কথা বলার মতো অবস্থায় নেই। ফলে পুরো বিষয়টি তাদের মুখ থেকে জানা যায়নি। ছয়জন অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।