মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

৬ দিন গাড়িতে আটকা থেকেও যেভাবে প্রাণে বাঁচলেন এই নারী!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০১:২৮ পিএম, ৪ আগস্ট ২০১৯ রোববার

বেলজিয়ামে ৪৫ বছর বয়সী কোরাইন বেস্টাইড নামে এক নারী অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন। কোরাইন বেস্টাইড এক দুর্ঘটনায় আহত হয়ে ছয় দিন ধরে গাড়ির ভেতরে আটকা পড়েন। পরে তাকে জীবিত উদ্ধার করা হয়। 

গত সপ্তাহের এ ঘটনায় কোনো ধরনের খাবার ছাড়াই গাড়ির ভেতর তিনি জীবিত ছিলেন। যদিও দেশটিতে এই মুহূর্তে উচ্চ তাপমাত্রা বিরাজ করছে। 

জানা যায়, একটি খালি চুইংগাম বক্সে বৃষ্টির পানি সংগ্রহ করে তা পান করেন তিনি। এভাবেই প্রাণে রক্ষা পেয়েছেন এই নারী। তবে দুর্ঘটনায় তিনি মেরুদণ্ডে আঘাত পেয়েছেন। বর্তমানে তিনি দেশটির একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

 

তিনি বলেন, আমি সে সময় আমার মুখগহবরের আর্দ্রতা রাখতে বিকল্প ব্যবস্থা নিয়েছিলাম। কিন্তু আমি ক্ষুধার্ত অনুভব করিনি।