কেনেডি পরিবারের আরও এক সদস্যের অকাল মৃত্যু
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০১:৪৫ পিএম, ৪ আগস্ট ২০১৯ রোববার
যুক্তরাষ্ট্রের বিখ্যাত কেনেডি পরিবারের সদস্য রবার্ট এফ কেনেডির নাতনি সার্সি কেনেডি হিল (২২) আত্মহত্যা করেছেন। সার্সি মাত্রারিক্ত ওষুধ সেবন করেছিলেন। এর আগেও সার্সি আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন।
আলোচিত কেনেডি পরিবারের বেশ কয়েকজন সদস্য অপঘাতে মৃত্যুবরণ করেছিলেন। সে তালিকায় সর্বশেষ সংযোজন সার্সি। যার শুরুটা হয়েছিল যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জন এফ. কেনেডির বড় ভাই জো কেনেডি জুনিয়রের মাধ্যমে। ১৯৪৪ সালে মাত্র ২৯ বছর বয়সে দ্বিতীয় বিশ্বযুদ্ধে পাইলটের দায়িত্ব পালনকালে বোমার আঘাতে প্রাণ হারান। তার ৪ বছর পর জন এফ. কেনেডির বোন ক্যাথলিন ফ্রান্সে বিমান দুর্ঘটনায় মারা যান। তখন ক্যাথলিনের বয়স মাত্র ২৮।
১৯৬৩ সালে প্রেসিডেন্ট কেনেডির সন্তান প্যাট্রিক জন্মের দুইদিনের মাথায় মারা যায়। ওই বছরই ৪৬ বছর বয়সে ডালাসে প্রেসিডেন্ট কেনেডিকে হত্যা করা হয়। তার ৫ বছর পর রবার্ট এফ কেনেডিকে ১৯৬৮ সালে রবার্ট এফ কেনেডিকে গুলি করে হত্যা করা হয়। প্রেসিডেন্ট নির্বাচনে নেমেছিলেন তিনি।
পরের বছর জন এফ কেনেডি ও রবার্ড এফ কেনেডি ভাই এডওয়ার্ড টেড কেনেডি বিস্ময় প্রকাশ করে বলেছিলেন কেনেডি পরিবারের ওপর কোনো অভিশাপ ঝুলে আছে কী না সে বিষয়ে। ৭৭ বছর বয়সে টেড কেনেডি ২০০৯ সালে মারা যান।