মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

সংসদীয় নির্বাচন নিয়ে রাশিয়ায় বিক্ষোভকারীদের গণগ্রেফতার

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০১:৫৬ পিএম, ৪ আগস্ট ২০১৯ রোববার

মস্কোর সংসদীয় নির্বাচনে বিরোধী প্রার্থীকে দাঁড়াতে না দেয়ার প্রতিবাদে করা বিক্ষোভ থেকে আন্দোলনকারীদের গণগ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাশিয়ার রাজধানী মস্কোয় এ গণগ্রেফতার চালানো হয়। বিক্ষোভ শুরু হওয়ার প্রথম দুই ঘণ্টায় প্রায় ২০০ জন আন্দোলনকারীকে গ্রেফতার করা হয়। খবর দ্য মস্কো টাইম'স। 

বিক্ষোভকে সামনে রেখে কর্তৃপক্ষ রাশিয়ার রাজধানী এক প্রকার অচল করে দিয়েছিল। এসময় কর্তৃপক্ষ সেন্ট্রাল বোলেভার্ড রিং অভিমুখে বিক্ষোভকারীদের মার্চ রুখে দেয়। এছাড়া শহরের একটি বড় অংশে ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেয়া হয় এবং হেলিকপ্টারে করে বিক্ষোভকারীদের ওপর নজর রাখা হয়।

আগামী সেপ্টেম্বর মাসে অনুষ্ঠেয় ওই নির্বাচনে একমাত্র বিরোধী প্রার্থী লিউবভ সোবলকে আজ শনিবার বিক্ষোভের আগে আটক করে পুলিশ। তিনি বিক্ষোভে যোগ দিতে একটি ট্যাক্সির জন্য অপেক্ষা করছিল। কিন্তু তার আগেই দাঙ্গা পুলিশ তাকে টেনে হিচড়ে একটি অপেক্ষমাণ বাসে তুলে দেয়।