নিউজিল্যান্ডের মসজিদে হামলা ও ট্রাম্পের সমর্থক টেক্সাস হামলাকারী
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০২:০৭ পিএম, ৪ আগস্ট ২০১৯ রোববার
যুক্তরাষ্ট্রের টেক্সাসে ওয়ালমার্টের একটি স্টোরে বন্দুকধারীর গুলিতে অন্তত ২০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কমপক্ষে ২৪ জন।
হামলাকারী যুবকের পরিচয় পাওয়া গেছে। তার নাম প্যাট্রিক ক্রুসিয়াস, ২১। তিনি একজন বর্ণবাদী।
মার্কিন গণমাধ্যম জানিয়েছে, তিনি মূলত লাতিন আমেরিকান বিদ্বেষী। হামলার আগে অনলাইনে পোস্ট করা এক ‘ইশতেহারে’ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে হামলাকে সমর্থন জানায় তিনি।
মার্কিন গণমাধ্যম জানায়, হামলাকারী বিভিন্ন টুইটেও লাতিন আমেরিকান অভিবাসীদের বিরুদ্ধে ঘৃণা ছড়াতেন। ‘ষড়যন্ত্র তত্ত্ব’ প্রচার করে এমন অনলাইন গ্রুপে অ্যাকটিভ ছিলেন তিনি।
প্যাট্রিকের টুইটার অ্যাকাউন্ট থেকে করা পোস্টে একাধিকবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও প্রশংসা করা হয়েছে।