মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জঙ্গি হামলার আশঙ্কায় পুণ্যার্থী ও পর্যটকদের কাশ্মীর ছাড়ার নির্দেশ

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:১৭ পিএম, ৪ আগস্ট ২০১৯ রোববার

জঙ্গি হামলার আশঙ্কায় ভারতের কাশ্মীর উপত্যকা থেকে পুণ্যার্থী ও পর্যটকদের উদ্দেশ্য নির্দেশ দিয়েছে জম্মু ও কাশ্মীর সরকার। শনিবার পর্যন্ত কাশ্মীর ছেড়েছেন মোট ৬১২৬ জন। দেশটির বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, গত ১ সপ্তাহের মধ্যে রাজ্যে পাঠানো হয়েছে ৩৫,০০০ আধাসামরিক সেনা।

কেন্দ্রীয় সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, ৬১২৬ পর্যটক ও তীর্থযাত্রীর মধ্যে ৫,৮২৯ জন উপত্যকা ছেড়েছেন ৩২টি বিমানে। বাকী ৩৮৭ যাত্রী গিয়েছেন বিমান বাহিনীর বিমানে। তাদের জম্মু, পাঠানকোট ও হিন্দোন বিমানবাহিনীর ঘাঁটিতে নামিয়ে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, শুক্রবার সেনা ও জম্মু-কাশ্মীর পুলিশ যৌথ সাংবাদিক বৈঠক করে জানায়, বড়সড় হামলার ছক কষছে জঙ্গিরা।  আগামী ১৫ আগস্ট শেষ হচ্ছে অমরনাথ যাত্রা। কিন্তু তার আগেই এভাবে উপত্যকা খালি করার নির্দেশে আতঙ্ক তৈরি হয় স্থানীয় বাসিন্দাদের মধ্যে।