কাশ্মীরে পাকিস্তানি সৈন্যের অনুপ্রবেশের চেষ্টা, নিহত ৫
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০২:১৮ পিএম, ৪ আগস্ট ২০১৯ রোববার
কাশ্মীরে পাকিস্তান সেনাবাহিনীর বর্ডার অ্যাকশন টিমের (বিএটি) সদস্যরা অনুপ্রবেশের চেষ্টা চালিয়েছে বলে অভিযোগ ভারতীয় সেনাবাহিনীর। এ ঘটনায় পাঁচ অনুপ্রবেশকারী নিহত হয়েছেন। খবর এনডিটিভি'র।
খবরে বলা হয়, শনিবার (৩ আগস্ট) সন্ধ্যায় ভারতীয় সেনাবাহিনী জানায়, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের কেরান গ্রামের সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা চালিয়েছিল পাকিস্তান সেনাবাহিনীর বিএটি’র সদস্যরা। তবে তাদের সে চেষ্টা সফলভাবে ঠেকিয়ে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। এতে পাঁচ অনুপ্রবেশকারী নিহত হয়েছেন।
ভারতীয় সেনাবাহিনী জানায়, বিগত ৩৬ ঘণ্টায় এ ঘটনা ঘটেছে। পাকিস্তানি সেনাবাহিনীর মূল লক্ষ্য ছিল কেরান সীমান্ত।
এদিকে সন্ত্রাসী হামলার হুমকির জেরে সতর্কতা জারি করা হয়েছে কাশ্মীরে। এরই জেরে ইতোমধ্যে কাশ্মীর ছাড়তে শুরু করেছেন সেখানকার অমরনাথ মন্দিরে আসা তীর্থযাত্রীরাসহ সাধারণ পর্যটকরা।