পোশাক কারখানায় ঈদের ছুটি ১০ আগস্ট থেকে শুরু
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৮:২১ এএম, ৫ আগস্ট ২০১৯ সোমবার
পোশাক কারখানার শ্রমিকদের ঈদুল আজহার ছুটি ১০ আগস্ট থেকে শুরু হচ্ছে।
রোববার শ্রম মন্ত্রণালয়ে এক সভায় জানানো হয়, টঙ্গী, পুবাইল, বোর্ড বাজার, গাজীপুর সদর, কাশিমপুর, কোনাবাড়ী, কালিয়াকৈর, কাপাসিয়া, কালিগঞ্জ, শ্রীপুরের মাওনা, মিরের বাজার ও ভালুকা এলাকার কারখানাগুলোতে ১০ আগস্ট থেকে ঈদের ছুটি শুরু হবে।
এসব কারখানায় ছুটি থাকে ১৭ আগস্ট পর্যন্ত।
আর আশুলিয়া, কলমা, সাভার, হেমায়েতপুর, ধামরাই, জিরানি বাজার, বিকেএসপি, তুরাগ ও মানিকগঞ্জের এলাকার পোশাক কারখানাগুলোতে ১১ আগস্ট থেকে ছুটি শুরু হয়ে শেষ হবে ১৮ অগাস্ট।
সরকারি ছুটি ও সাপ্তাহিক ছুটি ছাড়া বাকি দিনগুলোতে কারখানা কর্তৃপক্ষ জেনারেল ডিউটি সমন্বয় করতে পারবে বলে সভায় জানানো হয়।
তবে উল্লেখিত তারিখের আগে কোনো কারখানা কর্তৃপক্ষ ইচ্ছা করলে ছুটি দিতে পারবে।
শ্রম মন্ত্রণালয়ের সচিব কে এম আলী আজম, বিজিএমইএ, বিকেএমইএ এবং শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা সভায় অংশ নেন।