ট্রাফিকের নতুন আইন: ঘটনাস্থলেই পরিশোধ করা যাবে জরিমানা
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৮:৩১ এএম, ৫ আগস্ট ২০১৯ সোমবার
এখন থেকে কেউ ট্রাফিক আইন ভাঙলে গাড়ির কাগজ না নিয়ে ঘটনাস্থলেই জরিমানা আদায় করা হবে।
রোববার রাজধানীর কাকরাইলের রাজমনি ক্রসিং এলাকায় জরিমানা আদায়ের নতুন পদ্ধতি উদ্বোধন করেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।
ডিএমপি কমিশনার বলেন, এখন থেকে ট্রাফিক প্রসিকিউশনের জরিমানার টাকার জন্য চালক ও গাড়ির কাগজ নেয়া হবে না। চালক তার জরিমানার টাকা এখন থেকে অন স্পটে যেকোনো ব্যাংকের ডেবিট, ক্রেডিট, ভিসা, ক্যাশ, বিকাশ, রকেট ও অন্যান্য কার্ড ব্যবহার করে পরিশোধ করতে পারবেন। ফলে চালক বা মালিক হয়রানি থেকে মুক্ত থাকবে।