বুধবার   ০৬ নভেম্বর ২০২৪   কার্তিক ২১ ১৪৩১   ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

নতুন পরিচয়ে পপি

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:২৮ এএম, ৫ আগস্ট ২০১৯ সোমবার

দুই দশকের বেশি সময়ের ক্যারিয়ারে প্রথমবার উপস্থাপনা করলেন চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। আসন্ন ঈদের জন্য নির্মিত বিটিভির বিশেষ অনুষ্ঠান ‘আনন্দমেলা’ উপস্থাপনা করেছেন এ অভিনেত্রী। তবে তিনি একাই নয় ‘আনন্দমেলা’য় তার সঙ্গে উপস্থাপক হিসেবে থাকবেন আরেক চিত্রনায়ক ফেরদৌস।

অনুষ্ঠানের মঞ্চে উপস্থাপনার পাশাপাশি ফেরদৌস-পপি দুজনে দুটি গানের সঙ্গে পারফর্ম করেছেন। পপি নেচেছেন তার অভিনীত ‘রানী কুঠির বাকি ইতিহাস’ ছবির ‘আমার মাঝে নেই এখন আমি’ গানের সঙ্গে। আর ফেরদৌস পারফর্ম করেছেন তার অভিনীত ‘হঠাৎ বৃষ্টি’ ছবির ‘সোনালি প্রান্তরে’ গানটির সঙ্গে।

 

 

প্রথমবার উপস্থাপনা প্রসঙ্গে পপি বলেন, প্রথমবারের মতো উপস্থাপনা করলাম। শুরুতে একটু ভয় ভয় করলেও পরে দারুণ মানিয়ে নিয়েছি আমি আর ফেরদৌস। পুরো অনুষ্ঠানটি আমরা বেশ উপভোগ করেছি। আমার বিশ্বাস দর্শকরাও এবারের ঈদ আনন্দমেলা দারুণ উপভোগ করবেন।

ফেরদৌস বলেন, আনন্দমেলার উপস্থাপনা আগেও করেছি। পারফর্মেন্সও করেছি। প্রতিবার চেষ্টা করেছি ভিন্নধর্মী পারফর্মেন্স করার। এবারো সেই চেষ্টা অব্যাহত ছিল। পপির সঙ্গে উপস্থাপনাটাও দারুণ উপভোগ করেছি। নিশ্চয়ই দর্শকদেরও ভালো লাগবে এবারের ঈদ আনন্দমেলা।

 

একই অনুষ্ঠানে একটি গুজরাটি গানের সঙ্গে প্রায় ১৫ বছর পর বিটিভির ঈদ আনন্দমেলায় নৃত্য পরিবেশন করলেন নাট্যাভিনেত্রী তারিন। তিনটি গানেরই কোরিওগ্রাফি করেছেন ইভান শাহরিয়ার সোহাগ।

জানা গেছে, ঈদুল আজহার দিবাগত রাতে বিটিভির দশটার ইংরেজি সংবাদের পর এবারের ‘আনন্দমেলা’ প্রচার হবে। অনুষ্ঠানটি প্রযোজনা ও পরিচালনা করেছেন মাহফুজা আক্তার।