চ্যানেল কর্তৃপক্ষ সাসপেন্ড করেছিলো নোবেলকে!
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৯:৪৮ এএম, ৫ আগস্ট ২০১৯ সোমবার
সম্প্রতি শেষ হয়েছে ভারতের পশ্চিমবঙ্গের বেসরকারি টেলিভিশন চ্যানেল জি বাংলার গানের প্রতিযোগিতা শো সা রে গা মা পা। সমাপনী পর্বের পর থেকেই চলছে বিতর্ক। বিতর্ক মূলত বাংলাদেশের প্রতিযোগী নোবেলকে নিয়েই। কেন নোবেল তৃতীয় হলেন এতদিন এই নিয়েই ছিল তোলপাড়। এরপর সেই বিতর্কে ঘি ঢেলেছেন স্বয়ং নোবেল।
রবীন্দ্রনাথের সোনার বাংলা গানটায় বাংলাদেশের আবেগটা কম, বরং প্রিন্স মাহমুদের লেখায় সেই আবেগটা অনেক বেশি। নোবেলে এই মন্তব্যের পরই তাকে নিয়ে ভাগাভাগি হয় শ্রোতাদের মধ্যে। অনেকেই আবার তার বক্তব্যকে সাপোর্টও করেছেন। অনেকেই তার উপর ক্ষুব্ধ।
ভারতীয় সংবাদ মাধ্যম বলছে, তবে পর্দার পিছনেও অনেক গল্প থাকে। যেমন, সা রে গা মা পা-এর বিচারকে তিনি বলেছিলেন, নোবেলর গান বিচার করার ক্ষমতা তার নেই। এরপর বেশ কিছুদিন চ্যানেল কর্তৃপক্ষ সাসপেন্ড করে নোবেলকে।
শোনা গিয়েছে ওই শোয়ের বাকি প্রতিযোগীদের কাছেও তিনি বেশ নাকউঁচু ভাব নিয়েই চলতেন। এমনকী ভারতের কোনও শিল্পীকেই তার যথাযোগ্য মনে হয়নি।