মেঘের ভেতর থেকে হঠাৎ বেরিয়ে এলো এমিরেটস বিমান! (ভিডিও)
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০২:২৯ পিএম, ৫ আগস্ট ২০১৯ সোমবার
বিমান অবতরণের ভিডিও ভাইরাল হওয়ার ইতিহাস খুব একটা নেই। তবে যদি বিশেষ কিছু থাকে, সে অন্য কথা। এবার লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের এমনই একটি বিমান অবতরণের ভিডিও এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় হৈচৈ ফেলে দিয়েছে। খবর- আনন্দবাজার
আর এমনই একটি ভিডিও টুইট করেছে এমিরেটস এয়ারলাইন্স। অবতরণের এ ভিডিওটি ২৫ হাজারে বেশি রিটুইট হয়েছে। দুবাইয়ের এ বিমান সংস্থা ভিডিওটি ৩১ জুলাই টুইট করে।
ভিডিওতে দেখা যায়, একটি বিশাল বিমান মেঘের ভেতর থেকে হঠাৎ বেরিয়ে আসছে। কম্বলের মতো মোটা মেঘের চাদর ফুঁড়ে বেরিয়ে আসা সেই বিমানের দৃশ্য সত্যিই দারুণ। ভূমি থেকে খুব কাছেই ঘন মেঘের চাদর ভেদ করে বিমানটি বেরিয়ে আসে। সে সময় বিমানের ডানা দুটিতে মেঘ জমে ছিল। বিমান যত এগোয় সেই মেঘ আস্তে আস্তে সরতে থাকে। ১১ সেকেন্ডের ভিডিওটি এরই মধ্যে প্রায় ৩ লাখ বার দেখা হয়েছে।
এ৩৮০ নামের বিমানটি দুবাই থেকে লন্ডন যায়। অবতরণের সময় টম জোন্স নামে কোনো ব্যক্তি ভিডিওটি রেকর্ড করেন। পরে সেই ভিডিও নিজেদের টুইটার হ্যান্ডলে আপলোড করেন এমিরেটস কর্তৃপক্ষ।
ভিডিওটি দেখুন এখানে