মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিমানে হ্যান্ড ব্যাগেজের জায়গায় বিমানবালা!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:৩৩ পিএম, ৫ আগস্ট ২০১৯ সোমবার

সব বিমানের অভ্যন্তরেই যাত্রীদের হ্যান্ড ব্যাগেজ রাখার একটা জায়গা থাকে। এ অংশকে বলা হয় ওভারহেড বিন। আর সেখানে লাগেজের পরিবর্তে যদি কোনো মানুষ শুয়ে থাকেন, তাহলে ভ্রমণকারীরা চমকে যেতেই পারেন।

যুক্তরাষ্ট্রে এমনই এক ঘটনা ঘটেছে। আমেরিকান বিমান সংস্থা সাউথওয়েস্ট এয়ারলাইনসের একজন বিমানবালা এ কাণ্ড করেছেন। ওভারহেড বিনে শুয়ে হাসিমুখে যাত্রীদের অভ্যর্থনা জানান তিনি।

জানা যায়, বিমানটি যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের ন্যাশভিল শহর থেকে জর্জার আটলান্টায় যাচ্ছিল। বিমানে উঠার পরই ফ্লাইট অ্যাটেনড্যান্টকে ওভারহেড বিনে দেখে প্রায় সব যাত্রীরা চমকে যান।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ভেরোনিকা লয়েড নামে এক যাত্রী জানান, প্রায় পাঁচ মিনিট লাগেজ রাখার অংশে শুয়ে ছিলেন ওই বিমানবালা। ফ্লাইটে প্রায় অর্ধেক যাত্রী বিমানে উঠার পর তিনি নেমে আসেন।

 

তিনি জানান, ঘটনাটি আমাকে বিনোদিত করেছে। ওভারহেড বিন থেকেই বিমানবালা নিচ দিয়ে হেঁটে যাওয়া যাত্রীদের শুভেচ্ছা জানাচ্ছিলেন। 

তবে সাউথওয়েস্ট এয়ারলাইনস কর্তৃপক্ষ জানিয়েছে, এটা আমাদের স্বাভাবিক কর্মপ্রক্রিয়া নয়। সাউথওয়েস্টের ক্রুরা সব সময় যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ প্রাধান্য দেয়।