মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

কুকুরকে চুমু খাওয়ায় ইনফেকশন, কাটা গেল হাত-পা

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:৩৫ পিএম, ৫ আগস্ট ২০১৯ সোমবার

যুক্তরাষ্ট্রের স্টার্ক কাউন্টির মারি ট্রাইনার নামে এক নারী তার স্বামী ম্যাথিউর সঙ্গে ছুটি কাটাতে ক্যারিবিয়ান অঞ্চলে গিয়েছিলেন। সেখান থেকে ফিরে আসার পরে হঠাৎ করেই শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন তিনি।

পোষা কুকুরকে আদর করে চুমু খাওয়ার পর ইনফেকশন হওয়ায় ওই নারীর দুই হাত ও দুই পা কেটে ফেলতে হয়েছে।

পরে শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে হাসপাতালে নিয়ে যাওয়া হয় মারিকে। একপর্যায়ে তিনি কোমায় চলে যান। পরে চিকিৎসকরা তার হাত-পা কেটে ফেলার সিদ্ধান্ত নেন।

চিকিৎসকরা জানিয়েছেন, মারি তার পোষা কুকুরের লালা দ্বারা সংক্রমিত হয়েছিলেন। তিনি যে ধরনের ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়েছেন, সেটার নমুনা ওই কুকুরের শরীরেও পাওয়া গেছে। প্রতি ১০ লাখে একজন এই ধরনের রোগে আক্রান্ত হন।

 

চিকিৎসকরা বলছেন, কুকুরের সঙ্গে খেলাধুলার পর অবশ্যই হাত ভালোভাবে ধুয়ে নিতে হবে। এমনকি কুকুর যেখানে হাঁটাচলা করে সেখানে খালি পায়ে না হাঁটা ভালো।

অস্ত্রোপচারের পর মারি বলেন, ‘যখন আমি চোখ খুললাম, আমি বুঝতেই পারছিলাম না যে কোথায় আছি। এটা অত্যন্ত খারাপ একটা মুহূর্ত ছিল, যখন আমি বুঝতে পারলাম যে, আমার হাত-পা কেটে ফেলা হয়েছে। বিষয়টা মেনে নেয়া আমার জন্য মোটেও সহজ নয়।’