মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ট্রেন থেকে ফেলে দেয়া হলো মা-মেয়েকে, ডাক্তারি পড়া হলো না মেয়ের

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:৩৯ পিএম, ৫ আগস্ট ২০১৯ সোমবার

ট্রেন থেকে মা-মেয়েকে ফেলে দিল ছিনতাইকারী, ডাক্তারি পড়া হলো না মেয়ের। হৃদয় স্পর্শী এ ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশে।

উত্তর প্রদেশের মথুরা রোডে চলন্ত ট্রেনের ভেতর মা-মেয়েকে হত্যা করেছে ছিনতাইকারীরা।

 

শনিবার মথুরা রোড স্টেশনের কাছ থেকে রেললাইনে মা-মেয়ের মরদেহ উদ্ধার করে রেল পুলিশ।

পুলিশের দাবি, ট্রেন থেকে ছুঁড়ে ফেলার ঘটনা নয়, ছিনতাইকারীদের তাড়া করতে গিয়ে অন্য ট্রেনের ধাক্কায় তাদের মৃত্যু হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দুর্গাপুরের রাঁচি কলোনিতে থাকতেন মীনা দেবী ও তার মেয়ে মনীষা কুমারী। মনীষাকে মেডিকেল কলেজে ভর্তি করানোর উদ্দেশ্যে শনিবার ট্রেনে করে রাজস্থানের কোটাতে যাচ্ছিলেন তিনি। উত্তর প্রদেশের মথুরার কাছে ছিনতাইকারীদের কবলে পড়েন মা-মেয়ে।

ছিনতাইকারীরা টাকার ব্যাগ ছিনিয়ে নিতে গেলে বাধা দেন মা। ছিনতাইকারীরা তাকে ট্রেন থেকে ছুঁড়ে ফেলে দেয়। মাকে বাঁচাতে গিয়ে ট্রেন থেকে ঝাঁপ দেন মেয়ে মনীষাও। এদিকে এ ঘটনা প্রকাশ্যে আসতে না দেয়ার অভিযোগ উঠেছে রেল কর্মকর্তাদের বিরুদ্ধে।