মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

মুহূর্তেই ডুবল তিন নৌকা, নেই ২৫ প্রাণ!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:৪১ পিএম, ৫ আগস্ট ২০১৯ সোমবার

ফিলিপাইনের মধ্যাঞ্চলের উপকূলে ঝড়ো হাওয়ায় তিনটি নৌকা মুহূর্তেই ডুবে যায়। এ ঘটনা কেড়ে নিয়েছে ২৫ যাত্রীর প্রাণ। এ সময় আরো ৫৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। রোববার দেশটির সংশ্লিষ্ট কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

দেশটির উপকূলরক্ষী বাহিনী জানিয়েছে, শনিবার গুইমারাস প্রণালীর কাছে কাঠের তৈরি তিনটি যাত্রীবাহী নৌকা ঝড়ো হাওয়ার কবলে পড়ে ডুবে যায়। নিহতদের মধ্যে নৌকার নাবিকও রয়েছেন।

এদিকে দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে বর্ষা মৌসুমে ভারী বৃষ্টিপাত হচ্ছে। ফিলিপাইনেও গত কয়েকদিন ধরে প্রবল বর্ষণ ও মৌসুমী বায়ু প্রবাহিত হচ্ছে।

আঞ্চলিক পুলিশ কর্মকর্তা রেনে পামুসপুসান জানান, নৌকাডুবির ঘটনায় এখন পর্যন্ত ৬ জন নিখোঁজ রয়েছেন। এছাড়া ৫৫ জনকে উদ্ধার করেছে পুলিশ।

 

প্রসঙ্গত, দক্ষিণপূর্ব এশিয়ার এই দ্বীপ দেশটিতে নৌপরিবহন নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত সাধারণ মানের। প্রত্যেক বছরই নৌকাডুবিতে শত শত মানুষের মৃত্যু হয়।