মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

হাওয়ায় উড়ে ২০ মিনিটে ৩৫ কিলোমিটার!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:৪২ পিএম, ৫ আগস্ট ২০১৯ সোমবার

হাওয়ায় উড়ে ইংলিশ চ্যানেল পার করেছেন ফ্র্যাঙ্কি জাপটা নামের এক ব্যক্তি। ফরাসি উদ্ভাবক এই ব্যক্তি রবিবার সফলভাবে ইংলিশ চ্যানেল পার হয়েছেন হোভারবোর্ডে উড়ে। সাঁতরে ইংলিশ চ্যালেন পার হওয়ার রেকর্ড গড়েছেন অনেকেই। কিন্তু হাওয়া উড়ে! বিষয়টি অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি। 

জেট চালিত, একটি হোভারবোর্ডের ওপর ভর করেই ইংলিশ চ্যানেল পার হয়েছেন ফ্র্যাঙ্কি। তবে প্রথম প্রচেষ্টাতেই কিন্তু তার সাফল্য আসেনি। ২০১২ সাল থেকে এই প্রচেষ্টা শুরু করেন তিনি। 

সেই সময়ে মাঝপথেই জ্বালানি বিভ্রাটের কারণে পানিতে পড়ে যান তিনি। তবে কী ভাবে জেট ইঞ্জিনকে কাজে লাগিয়ে ভেসে ছিলেন তিনি তা নিয়েই সকলের মনে সৃষ্টি হয়েছে কৌতুহল। 

 

জানা গিয়েছে, একটি সমতল প্লাটফর্মের ওপর দাঁড়িয়ে পাঁচটি ছোট ছোট জেট ইঞ্জিনকে কাজে লাগিয়ে এবং পিঠে একটি ব্যাগে কেরোসিন বহন করে খুব সহজেই আকাশে উড়ছেন ফ্যাঙ্কি। 

ফরাসি সংবাদ মাধ্যম জানিয়েছে, এইভাবে জেট ইঞ্জিনকে কাজে লাগিয়ে মাত্র ২০ মিনিটের মধ্যেই ব্রিটেন পৌঁছান তিনি। সেখানে পৌঁছোনোর পর সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন ফ্র্যাঙ্কি। 

সেখানেই তিনি জানিয়েছিলেন তার সেই রোমাঞ্চকর অভিজ্ঞতার কথা। ফ্র্যাঙ্কির কথায় শেষ পাঁচ- থেকে ছয় কিলোমিটার যাত্রা তিনি খুবই উপভোগ করেছিলেন। 

জাপাটার ফ্লাইবোর্ডে পাঁচটি টার্বাইন রয়েছে, যা তাকে ঘণ্টায় ১৯০ কিলোমিটার পর্যন্ত গতিবেগ দিতে পারে। জ্বালানি কেরোসিনের পাত্রটি থাকে পিঠের ব্যাগে। 

ফ্র্যাঙ্কি এবার পরিকল্পনা করেছিলেন, ৩৫ কিলোমিটার রাস্তা ২০ মিনিটে পার করবেন। সেক্ষেত্রে ১৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগ রাখবেন ও সমুদ্র থেকে ১৫-২০ মিটার উচ্চতায় উড়বেন। সেই পরিকল্পনা অনুসারেই করেন অভিযান।

 

তবে এখনই একে ঐতিহাসিক মুহূর্ত বলে দাবি করছেন না তিনি, তিনি জানিয়েছেন একে ঐতিহাসিক মুহূর্ত বলে ব্যাখ্যা করার তিনি কেউ নন, সময়ই সব কিছু বলবে। 

তিনি আরও জানান এই মেশিনটি তার সংস্থা তৈরি করেছিল প্রায় তিন বছর আগে। আর আজ এই মেশিনের ওপর ভর করেই যাত্রা সফল হল তার।