মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিয়ের পিঁড়িতে রূপান্তরকামী জুটি

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:৪৫ পিএম, ৫ আগস্ট ২০১৯ সোমবার

একজন পুরুষ থেকে নারী, অপরজন নারী থেকে পুরুষ। কি অপূর্ব মিলের বন্ধন। সেই বন্ধন এবার বাস্তবে রুপ নিচ্ছে। জানাগেছে বিয়ের পিঁড়িতে বসছেন লিঙ্গান্তরিত হয়ে যাওয়া প্রথম জুটি তিস্তা ও দীপন। সোমবার তিস্তা দীপন তাদের নতুন জীবন শুরু করছেন।

সুশান্ত নামে জন্মেছিলেন তিস্তা দাস। ১৫ বছর আগে অস্ত্রোপচারের মাধ্যমে রূপান্তরিত হয়ে নারী হয়ে যান সুশান্ত। নাম রাখেন তিস্তা দাস।কলকাতার আগরপাড়ার বাসিন্দা তিস্তার বয়স এখন চল্লিশ।   

অন্যদিকে, আসাম রাজ্যের লামডিংয়ের দীপন চক্রবর্তী জন্মেছিলেন নারী হয়ে। নাম ছিল দীপান্বিতা। তবে তার শরীরে ছিল পুরুষের উপসর্গ। অবশেষে বছর তিনেক আগে অস্ত্রোপচারের মাধ্যমে পুরুষ হয়ে যান। নাম হয়ে যায় দীপন চক্রবর্তী।  

 

তিস্তা ও দীপন আলাদা আলাদা জায়গায় বেড়ে উঠলেও তাদের জীবনের গল্পটা প্রায়ই একই রকম। আর এই মিলই তাদের এক করতে যাচ্ছে। 

তিন বছর আগে তিস্তার সঙ্গে পরিচয় হয় দীপনের। দুজনেই লিঙ্গান্তরিত নারী-পুরুষ। প্রথম দেখাতেই দীপনের ভালো লেগে যায় তিস্তাকে। বয়সও দুজনের কাছাকাছি। কিন্তু কেউ কাউকে নিজেদের মনের কথা বলতে পারছিলেন না। অবশেষে তিস্তার এক বান্ধবীর ভরসায় মনের কথাটি আগে বলেন দীপন। তিস্তার মনেও যে একই অনুভূতি ছিল। সেই থেকে প্রণয় আর এখন পরিণতির দিকে যাচ্ছে এ সম্পর্ক।

বিয়ে হচ্ছে কলকাতাতেই। ৭ আগস্ট হবে বউভাতের অনুষ্ঠান। পশ্চিমবঙ্গে এই প্রথম আনুষ্ঠানিকভাবে বিয়ে হতে চলেছে রূপান্তরকামী এক জুটির।

তিস্তা বলেন, দীপনকে দেখে ভেবেছি, ভালোবাসা দুটি মনের ব্যাপার।

দীপন বলেন, আমার কাছে পৌরুষ মানে জেদাজেদি নয়, একটা মেয়েকে বোঝা, তাই এত দিন অপেক্ষা করেছি।