মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

নিজের বোনকেও ছাড়েননি ওহাইয়োর বন্দুক হামলাকারী

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:৪৯ পিএম, ৫ আগস্ট ২০১৯ সোমবার

যুক্তরাষ্ট্রের ওহাইয়ো অঙ্গরাজ্যের ডেটনে বন্দুক হামলায় নিহতদের মধ্যে বন্দুকধারীর নিজের বোনও রয়েছেন। রোববার মাত্র ৩০ সেকেন্ডেরও কম সময় স্থায়ী এই বন্দুক হামলায় অন্তত ৯ জন নিহত ও ২৭ জন আহত হয়েছেন।

গুলি ছোঁড়া শুরুর কিছুক্ষণের মধ্যেই পুলিশ কর্মকর্তারা ২৪ বছর বয়সী বন্দুক হামলাকারী কনর বেটসকে পাল্টা গুলি করে ধরাশায়ী করে বলে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে। এ সময় সে জনাকীর্ণ একটি বারে প্রবেশ করতে যাচ্ছিলো। 

ডেটনের পুলিশ প্রধান রিচার্ড বিয়েল বলেন, বেটস যদি বারের দরজা দিয়ে ঢুকতে পারতেন, তাহলে 'ব্যাপক' প্রাণহানি হতে পারতো। 

 

টেক্সাসের এল পাসোতে বন্দুক হামলার পর ২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয় বন্দুক হামলা ছিল সেটি।

বিয়েল জানান, স্থানীয় সময় রাত ১টা ৫ মিনিটের দিকে বেটস তার প্রথম গুলিটি করেন। এরপর আরো কয়েক ডজন রাউন্ড গুলি চালান তিনি।

নিরাপত্তা ক্যামেরার ফুটেজে দেখা যায়, স্থানীয় নেড পেপার্স নাইটক্লাবের দরজা দিয়ে দৌড়ে ভেতরে ঢুকছে মানুষজন। তার কয়েক সেকেন্ড পরই বন্দুকধারী বেটসকে দেখা যায় বারের দরজার দিকে দৌড়ে যেতে। দরজার কাছে পৌঁছাতেই পুলিশের গুলিতে লুটিয়ে পড়তে দেখা যায় তাকে।

বেটসের গায়ে বর্ম ছিল এবং তার হাতের .২২৩ ক্যালিবারের অ্যাসল্ট রাইফেলের জন্য অতিরিক্ত গুলিও ছিল।

পুলিশ জানিয়েছে, রাইফেলটি টেক্সাস থেকে অনলাইনে কেনা হয়েছিল।

বন্দুকধারীর অতীত ইতিহাস যাচাই করে দেখা যাচ্ছে যে, বৈধভাবে ঐ বন্দুক কেনার ক্ষেত্রে তার কোন বাধা ছিল না।

 

নিহতদের মধ্যে বন্দুকধারীর বোন ২২ বছর বয়সী মেগান বেটসও ছিলেন।

বিয়েল বলেন, "প্রথম যে কয়েকজনের গায়ে গুলি লাগে, তিনি ছিলেন তাদের মধ্যে একজন।"

কর্মকর্তারা বলছেন, বন্দুকধারীর উদ্দেশ্য সম্পর্কে এখনই কোন ধারণা করা যাচ্ছে না।

বর্ণ বা জাতিবিদ্বেষ এই হামলার কারণ হতে পারে কি-না - এমন প্রশ্নের জবাবে পুলিশ প্রধান বিয়েল বলেন, হামলার পেছনে যে এরকম 'পক্ষপাতী উদ্দেশ্য' রয়েছে - তা আসলে বলার মত না।

দ্যা গান ভায়োলেন্স আর্কাইভ নামের একটি প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রে বন্দুক হামলার ধরণ এবং হতাহতের সংখ্যা নিয়ে কাজ করে। চারজন বা তার চেয়ে বেশি মানুষ বন্দুক হামলায় মারা গেলে সেই ঘটনাকে নথিবদ্ধ করে তারা। ঐ সংস্থার মতে, ওহাইয়োর ঘটনাটি ২০১৯ সালে যুক্তরাষ্ট্রে ২৫১তম বন্দুক হামলার ঘটনা।